রাতের অন্ধকারে চোরের উপদ্রপ, চুরি রুখতে দারুণ ফন্দি! গ্রামের কৃষক যা বুদ্ধি খাটালেন বাপ বাপ বলে পালাবে চোর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
CCTV Camera in Coffee Field: বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের চর গোবিন্দপুর গ্রামে বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা কফি জমিতে ঢুকে কফি চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। চোরের উপদ্রব থেকে কফিকে বাঁচতে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ও সিসিটিভি লাগালেন এক কৃষক।
পাত্রসায়ের, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: চোরের হাত থেকে বাঁচতে অভিনব ভাবনা কৃষকের। চোরের উপদ্রব থেকে কফি জমিকে বাঁচতে উচ্চক্ষমতা সম্পন্ন লাইট ও সিসিটিভি লাগালেন কৃষক। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের উত্তরপ্রান্তে দামোদর নদীর পাশে প্রত্যন্ত একটি গ্রাম চর গোবিন্দপুর। এখানে একশো শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ করেই জীবন জীবিকা নির্বাহ করেন এখানকার কৃষকরা।
বর্তমানে সমস্ত কৃষকের মাঠে রয়েছে শীতকালীন ফসল কফি। এই বছর কফির ব্যাপক ফলন হয়েছে ইতিমধ্যেই বাজারে সেই কফি বিক্রিও শুরু হয়েছে। কৃষকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা কফি জমিতে ঢুকে কফি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কৃষকরা। কারণ কৃষকরা কফি চাষ করেছে মহাজনের কাছে ঋণ করে। এই কফি চুরি হয়ে গেলে তারা সংসার চালাবেন কী করে এবং মহাজনের ঋণ শোধ করবেন কী করে? তা ভেবে ভেবেই রাতের ঘুম উড়েছিল কৃষকদের।
advertisement
আরও পড়ুনঃ গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল…! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না
চোরের উপদ্রব থেকে বাঁচতে চর গোবিন্দপুরের এক কৃষক সুবল ঢালী দারুণ পদক্ষেপ নিলেছেন। কফি জমিতে লাগিয়েছেন সিসি ক্যামেরা এবং রাতের অন্ধকার দূর করতে জমিতে লাগিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো।
advertisement
advertisement
কৃষকের দাবি, যেভাবে রাতের অন্ধকারে চোরের দল কফি চুরি করে নিয়ে যাচ্ছে তাতে করে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কফি চুরির হাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন কৃষক। কারণ পুলিশকে জানালে পুলিশ তো আর কফি জমিতে এসে পাহারা দেবে না তাই জমির পাহারা নিজেকেই দিতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 12, 2025 9:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে চোরের উপদ্রপ, চুরি রুখতে দারুণ ফন্দি! গ্রামের কৃষক যা বুদ্ধি খাটালেন বাপ বাপ বলে পালাবে চোর