IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates
তবে ২০০৩ সালের বিশ্বকাপ থেকে তার নতুন এক শখ জেগে ওঠে। প্রত্যেক বিশ্বকাপের ট্রফির হুবহু নকল একটি ট্রফি তিনি বানিয়ে থাকেন। আর সেই ট্রফি কিনতেই হিড়িক লেগে যায় স্থানীয় ক্লাব থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী মানুষদের।
advertisement
আরও পড়ুন: মঠ মিষ্টির নাম শুনেছেন? পাঁচ ফুট লম্বা এই মিষ্টি কী করে বানায় জানেন? দেখুন
ভারত বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুক প্রত্যেক বছরেই তিনি এই ট্রফি বানিয়ে চলেছেন সেই ২০০৩ সাল থেকে। এবারেও তার নড়চড় হয়নি, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য থেকে এ বছর ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে ট্রফি বানিয়ে তাক লাগিয়েছেন আবারও তিনি। সমগ্র ট্রফি টাই বানিয়েছেন তিনি অ্যালুমিনিয়াম দিয়ে। ট্রফিটি বানাতে তার সময় লেগেছে দুই থেকে আড়াই দিনের মত। তিনি চান কোনভাবে এবছর বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামিকে তার বানানো এই ট্রফিটি উপহার স্বরূপ দিতে।
তবে তিনি এও জানান প্রতিবার বিশ্বকাপের সময় তার বানানো ট্রফি কিনতে হিড়িক লেগে যায় মানুষের। তবে এ বছর চিত্রটা অনেকটাই অন্যরকম। এখনও পর্যন্ত তেমন কেউ আসেননি তার ট্রফিটি কেনার জন্য। ট্রফিটি দাম পড়বে প্রায় হাজার টাকার কাছাকাছি। তিনি চান কেউ আসুক বা না আসুক তার বানানো এই ট্রফি যাতে পৌঁছে যায় ভারতে ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামির কাছে।
উল্লেখ্য এ বছরে বিশ্বকাপে একের পর এক জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ক্যাপ্টেন রোহিত শর্মা হোক কিংবা বিরাট কোহলি একের পর বল বাউন্ডারির বাইরে মেরে তারা জিতিয়েছেন ভারতীয় দলকে। শুধু ব্যাটসম্যানরাই নয় বোলারদের ভূমিকাও অনস্বীকার্য। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামি নিজের বোলিং এর দক্ষতায় গড়েছেন একের পর এক বিশ্ব রেকর্ড। আর সেই কারণেই তাকে ঘিরে বর্তমানে উন্মাদনা গোটা দেশজুড়ে।
Mainak Debnath