পঞ্চাননবাবুর কথায়, আমার স্ত্রীর ভোটার কার্ড আগেই রয়েছে। আবার নতুন করে ভোটার কার্ড কী করে আসে? নির্বাচন কমিশন কী কোনও যাচাই না করে ভোটার কার্ড পাঠিয়ে দিচ্ছে পোস্ট অফিসে। পঞ্চায়েত থেকে বিষয়টি দেখবার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, চম্পাহাটি পঞ্চায়েত প্রধান অসিতবরণ মণ্ডল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
advertisement
ঝকঝকে ত্বকে আলো খেলবে! একঢাল ‘ঘন’ চুল…! কোন ‘ভিটামিন’ ঘরে রাখবেন? জানলেই সৌন্দর্য হাতের মুঠোয়!
চম্পাহাটি সরদার পাড়ায় বাড়ি পঞ্চাননবাবুর। তাঁর চম্পাহাটি রেলগেটের কাছে পান-বিড়ির দোকান। ছেলে, বৌমা, নাতি নিয়ে সংসার পঞ্চাননবাবুর। পঞ্চাননবাবু বলেন, “২০১৮ সালে স্ত্রী বেবি চক্রবর্তী হৃদরোগ জনিত সমস্যায় মারা যান। এরপর পরবর্তী ভোটের আগে ভোটার তালিকা থেকে স্ত্রীর নামও বাদ দেওয়া হয়।
মেয়ে বড় হচ্ছে? এই ‘৫ জিনিস’ কন্যাকে না শেখালে…বাবা-মায়ের লজ্জার কারণ হতে পারে! ভবিষ্যৎ অন্ধকার
আরও পড়ুন- যখন তখন ‘বাতকর্ম’ করে ফেলেন? পেটে চাপ আসে গুরগুর করে…? এই ‘ছোট্ট’ জিনিসে চিরতরে মুক্তি!
বৃহস্পতিবার দুপুরে সবে তখন ভাতঘুম দিয়েছি। সেই সময় কুরিয়ার সার্ভিস এর একটা ছেলে এসে দরজায় ধাক্কা দেয়। বলে, কার্ড আছে। তারপর হাতে নিতেই খাম খুলে অবাক হয়ে যাই। দেখি স্ত্রীর নামে নতুন ভোটার কার্ড। এতে আমরা সবাই ভ্যাবাচাকা খেয়ে যাই। স্ত্রীর পুরানো ভোটার কার্ডেই জরুরী কাজও মিটে গিয়েছে। নতুন ভোটার কার্ড পঞ্চায়েত সদস্যকে তা দেখাতে পঞ্চায়েতে নিয়ে যেতে বলে।” পঞ্চাননবাবুর প্রশ্ন, স্ত্রীর নাম বাদ দেওয়ার পরেও কী করে ভোটার কার্ড আসে?
সুমন সাহা