ঘটনা সোমবার রাতে। জানা গেছে, সোমবার বিকেলে ঝাড়গ্রামে লালগড়ে, ঝড় বৃষ্টির কারণে জখম হন এক মহিলা। যখন ওই মহিলাকে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। আহত হন মৌলী মুর্মু নামে এক মহিলা। জরুরি বিভাগে শুরু হয় চিকিৎসা।
advertisement
মৌলির পরিবারের সঙ্গে হাসপাতালে আসেন মন্ত্রী বিরবাহাও। চিকিৎসা শুরু হওয়ার আগে কর্তব্যরত এক চিকিৎসক খারাপ ব্যবহার করেন আহত মহিলার পরিবারের সঙ্গে। এরপরই মন্ত্রী বিরবাহা কর্তব্যরত চিকিৎসক কে তাঁর নাম জানতে চাইলে তিনি বলেন, “আপনাকে জানিনা, চিনি না। নাম কেন বলব?” এমনই অভিযোগ মন্ত্রীর।
আরও পড়ুন, টিকিট হারিয়ে গেলেও ট্রেনে যাওয়া যায়, সেরে ফেলুন এই ছোট্ট কাজ! থাকবেন টেনশনমুক্ত
আরও পড়ুন, অনলাইনে ভুল জায়গায় টাকা পাঠালে আদৌ ফেরত পাওয়া সম্ভব? জেনে নিন সঠিক নিয়ম
মন্ত্রীর আরও অভিযোগ, “চিকিৎসকের এই ব্যবহার কাম্য নয়। চিকিৎসক ভগবান।” এরপরই হাসপাতালের সিড়িতে এক প্রকার ধর্নায় বসেন মন্ত্রী। ঘটনা জানাজানি হতে ছুটে আসেন হাসপাতালের সুপার, সহকারী সুপার সহ অন্যরা।
Ranjan Chanda