শিশুমৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে এই ধরনের কাটা বালির গর্ত যথাযথভাবে ভরাট বা চিহ্নিত করার দাবি তুলেছিলেন। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। স্থানীয় বাসিন্দারা তখন বলেছিলেন, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। স্থানীয়দের দাবি মেনে অবশেষে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে নোটিশ। নোটিশে লেখা হয়েছে, “এতদ্বারা সকল এলাকাবাসীকে জানানো যাইতেছে বালি খাদান সম্পর্কিত কাজকর্ম চলাকালীন বা কাজ চলাকালীন আপনারা আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন।”
advertisement
আরও পড়ুন: কিছু বছরেই সোনার দাম হবে ৩ লাখ ৬১ হাজার! দিনও বলে দিলেন বিশেষজ্ঞরা, কেনার আগে জেনে নিন
বিশ্বকর্মা পুজোর দিন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছিল। সুদীপ্ত সিংহ (১১) এবং ফারুক খান (৭) এই দুই শিশুর মৃত্যুর ঘটনা নাড়া দিয়ে গিয়েছিল সকলের। আর এবার এই নোটিশ পাওয়ার পর কিছুটা খুশি স্থানীয়রা। এই নিয়ে স্থানীয় বাসিন্দা জগন্নাথ ঘাঁটা জানিয়েছেন, সাঁতার জানা থাকলে খুব একটা সমস্যা হয় না। তবে যদি কোথায় গর্ত কোথায় কী সেটা যদি না জানা যায় তাহলে সমস্যা হয়।
আরও পড়ুন: পুজো নিম্নচাপের জেরে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়, কবে কোথায় বৃষ্টি? দেখুন ভিডিও
বর্তমানে নতুন করে নোটিশ মারায় খুশি স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন এমন নোটিশ যদি আগে দেওয়া থাকত তাহলে হয়তো ওই বাচ্চা দুটির প্রাণ বেঁচে যেত। এই ভুল থেকে পরবর্তী সময়ে শিক্ষা নিতে হবে সকলকেই, তবেই এমন বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে এমন কথা জানিয়েছেন তাঁরা।







