পরিবারের দাবি, বড় ভাই খুব চঞ্চল স্বভাবের হওয়ার কারণে তাদের উপর সব সময় নজর রাখতেন তাদের মা। এমনকি অনেক সময় বাড়িতে আটকেও রাখতেন তাদের। কিন্তু হঠাৎ সাত সকালে তারা দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক পরেও বাড়িতে ফিরে না আসলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপরই প্রতিবেশীদের কাছ থেকে খবর পায়, দুই ভাই জলে তলিয়ে গিয়েছে।
advertisement
প্রতিবেশীরাই তড়িঘড়ি উদ্ধার করে দুই ভাইকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসলে দুই ভাইকে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা বড় ভাইকে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তবে হঠাৎ এত সকালে কেনই ওই দুই বাচ্চা পুকুরে স্নান করতে নামল! নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।







