পুলিশ সূত্রের জানা গিয়েছে, মৃত যুবকের নাম করণ চৌহান। বছর ২২ এর করণ চৌহান গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। তারপর এদিন পচাগলা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, করণের বাড়ি লেবারহাট নুনিয়া পাড়ায়। ইতিমধ্যে ওই যুবককে খুনের অভিযোগ তুলেছে পরিবার।
আরও পড়ুন : সাপের কা*মড় ‘কাঠির আঘাত’ বলে চালিয়ে দিলেন চিকিৎসক, দেওয়া হল না অ্যান্টিভেনম! মর্মান্তিক পরিণতি কিশোরের
advertisement
অন্যদিকে দেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় অন্য কেউ যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেওখা হচ্ছে। যদিও ময়নাতদন্ত করার পরেই ওই যুবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই ঘটনার পরে এলাকায় নেমেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা রীতিমতো ভেঙে পড়েছেন। জানা গিয়েছে, ছটপুজোর দ্বিতীয় দিন থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি এই ঘটনায় কেউ যুক্ত থাকলে, কড়া শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে।

