Agriculture News : লাল কাঁকুড়ে মাটিতেই ফলবে 'সোনা', সরকারি 'এই' প্রকল্পে খুলে যাবে ভাগ্যের তালা! গ্রামীণ অর্থনীতি ঘোড়ার গতিতে ছুটবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Agriculture News : পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকে অনাবাদি লাল কাঁকুড়ে মাটিকে কৃষিযোগ্য গড়ে তুলতে মাটির সৃষ্টি প্রকল্প। পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামীণ মানুষের অর্থনৈতিক হাল ফেরানো মূল লক্ষ্য।
শালবনি, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের নয় নম্বর কাশি জোড়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত মাটির সৃষ্টি প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য লাল কাঁকুড়ে মাটিকে কৃষিযোগ্য গড়ে তোলা। পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামীণ মানুষের অর্থনৈতিক হাল ফেরানো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। কৃষিকাজের পাশাপাশি প্রাণী পালন সহ একাধিক প্রকল্প নিয়েছেন জেলা ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা।
এই প্রকল্পটিও মূলত গ্রামীণ উন্নয়ন ও কৃষি উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেখানে পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।পাথরযুক্ত মাটিতে সাধারণত চাষবাস হয়না। তাই পিছিয়ে পড়া অঞ্চলে পরিনত হয়েছে ওই এলাকা। সেক্ষেত্রে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মাটিকে কৃষিযোগ্য করার প্রয়াস নিয়েছেন প্রশাসন। যাতে ওই এলাকার মানুষ স্বনির্ভর হয়ে ওঠতে পারেন। এলাকার অর্থনৈতিক পরিকাঠামো সতেজ হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন : হাতির পর এবার আরও ‘বড় আতঙ্ক’ বাঁকুড়ায়, রাস্তার পাশে উদ্ধার লেপার্ডের দেহ! সঙ্গীর খোঁজে রাতেই শুরু তল্লাশি
advertisement
পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের নয় নম্বর কাশি জোড়া গ্রাম পঞ্চায়েতে একটি মাটির সৃষ্টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অনাবাদি লাল কাঁকুড়ে মাটিকে কৃষিযোগ্য করে তোলা এবং পিছিয়ে পড়া গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নতি সাধন করা। কৃষিকাজের পাশাপাশি প্রাণী পালন সহ একাধিক প্রকল্প গ্রহণ হয়েছে। এতে করে সাধারণ মানুষের সুবিধা হবে একাধিক। গ্রামীণ মানুষের আর্থিক উন্নতি, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির উন্নতি হবে এই প্রকল্পে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক্ষেত্রে জেলা ও ব্লক প্রশাসনের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। প্রকল্প পরিকল্পনা থেকে বাস্তবায়ন, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের মতো কাজগুলি করবে প্রশাসন। এই প্রকল্পটি পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের গ্রামীণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্পটি সফল হলে, গ্রামীণ অর্থনীতির উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 31, 2025 11:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News : লাল কাঁকুড়ে মাটিতেই ফলবে 'সোনা', সরকারি 'এই' প্রকল্পে খুলে যাবে ভাগ্যের তালা! গ্রামীণ অর্থনীতি ঘোড়ার গতিতে ছুটবে

 
              