Bankura Leopard : হাতির পর এবার আরও 'বড় আতঙ্ক' বাঁকুড়ায়, রাস্তার পাশে উদ্ধার লেপার্ডের দেহ! সঙ্গীর খোঁজে রাতেই শুরু তল্লাশি

Last Updated:

Leopard at Bankura : বাঁকাদহ জয়রামবাটি সড়কের ধারে পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। জঙ্গলে অন্য আরেক চিতাবাঘের খোঁজে তল্লাশি। স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখেন লেপার্ডটি।

লেপার্ড
লেপার্ড
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকাদহ জয়রামবাটি সড়কের ধারে পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। জঙ্গলে অন্য আরেক লেপার্ডের খোঁজে তল্লাশি। বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের পচাডহরা এলাকায় বাঁকাদহ। জয়রামবাটি সড়কের পাশ থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়াল। স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা মৃত লেপার্ডটিকে দেখে খবর দেন বন দফতরকে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে পাঠানো হয়। লেপার্ডটির শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে অনুমান, দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে তার। এটাই এই এলাকায় প্রথম লেপার্ডের উপস্থিতি প্রমাণিত হওয়ায়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের মতে, যেহেতু মৃত লেপার্ডটি পূর্ণবয়স্ক পুরুষ, তাই তার সঙ্গিনী আশপাশের জঙ্গলে থাকতে পারে।
advertisement
advertisement
সেই সম্ভাবনা মাথায় রেখে রাতেই এলিফ্যান্ট স্কোয়াডের ১৫ জন সদস্যকে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু হয়। বন কর্মীরা জঙ্গলের গভীরে লেপার্ডের একাধিক পায়ের ছাপও পেয়েছেন বলে সূত্রের খবর। এর আগে পুরুলিয়ার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় লেপার্ড পরিবারের উপস্থিতির প্রমাণ মিলেছিল। তার পর এবার বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় লেপার্ডের মৃত্যু। এতে বন দফতর নিশ্চিত হয়েছে যে বাঁকুড়ার জঙ্গলেও লেপার্ডের উপস্থিতি রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, দীর্ঘদিন ধরেই হাতির আনাগোনা ও তাণ্ডবে আতঙ্কিত বাঁকাদহ রেঞ্জের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যেই লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনার ফলে নতুন করে উদ্বেগ বাড়ল স্থানীয়দের মধ্যে। বন দফতরের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা এবং লেপার্ডের সন্ধানে তৎপরতা জারি রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Leopard : হাতির পর এবার আরও 'বড় আতঙ্ক' বাঁকুড়ায়, রাস্তার পাশে উদ্ধার লেপার্ডের দেহ! সঙ্গীর খোঁজে রাতেই শুরু তল্লাশি
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement