TRENDING:

Incense Stick : প্রতিমা, মণ্ডপ ছেড়ে নজর ধূপকাঠিতে! যেন 'একাই একশো', কাঁপিয়ে দিচ্ছে গোটা এলাকা! একটানা জ্বলবে পাঁচদিন

Last Updated:

Incense Stick : কয়াডাঙ্গা নেতাজি সংঘের জগদ্ধাত্রী পুজোয় মণ্ডপ, প্রতিমাকে টপকে গিয়েছে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের এক বিশাল ধূপকাঠি। আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দর্শকদের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: গোটা এলাকা ভরে যাচ্ছে সুগন্ধে। হাওয়ায় ভেসে কয়েক মিটার পর্যন্ত যাচ্ছে তার সুবাস। অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা, মণ্ডপ ও আলোক সজ্জার পাশাপাশি এবার ৬ ফুটের অভিনব ধূপকাঠি তাক লাগাচ্ছে সকলকে। নেতাজি সংঘের এবারের এই বিশেষ আকর্ষণ সারা ফেলেছে দর্শনার্থীদের মধ্যেও।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো সারা বাংলার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর শেষ হওয়ার পরই জেগে ওঠে অশোকনগর কল্যাণগড়। এবছর অশোকনগর-কল্যাণগড়ের কয়াডাঙ্গা নেতাজি সংঘের জগদ্ধাত্রী পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে ময়ূরমহলকে। গোটা মন্ডপ সেজে উঠেছে নজরকাড়া সাজে। আর প্রতিমাতেও ফুটে উঠেছে ঐতিহ্য।

আরও পড়ুন : লাল কাঁকুড়ে মাটিতেই ফলবে ‘সোনা’, সরকারি ‘এই’ প্রকল্পে খুলে যাবে ভাগ্যের তালা! গ্রামীণ অর্থনীতি ঘোড়ার গতিতে ছুটবে

advertisement

তবে এই সব কিছুকেই টপকে গিয়েছে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের এক বিশাল ধূপকাঠি। দেবী প্রতিমার সামনে এই ধূপকাঠি দেখতেই তাই আলাদা করে ভিড় জমছে মানুষের। এদিন মহানবমীর পূর্ণলগ্নে সেই বিশাল ধূপকাঠি আনুষ্ঠানিকভাবে জ্বালিয়ে অর্পণ করা হয় দেবীকে। উদ্যোক্তাদের দাবি, এই ধূপকাঠি টানা পাঁচ দিন ধরে জ্বলবে এবং তার সুগন্ধে মোহিত হবে সমগ্র এলাকা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! জয়নগরে খুলে গেল উন্নতমানের নার্সিং ইনস্টিটিউট
আরও দেখুন

ইতিমধ্যেই সেই ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশের রাস্তাঘাটে বলেই জানাচ্ছেন মন্ডপে আসা দর্শনার্থী থেকে স্থানীয় মানুষজন। বিরল এই ধূপকাঠি তাই এবার যেন কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। সন্ধ্যে নামলেই মণ্ডপে উপচে পড়ছে ভিড়, দর্শকদের কৌতূহল আর আনন্দের পাশাপাশি সুগন্ধে ভরে উঠেছে কয়াডাঙ্গা নেতাজি সংঘের প্রাঙ্গণ। আর তাই ঘ্রাণ-ই বলে দিচ্ছে, মা এসেছে শুধু মন্ডপে নয়, মানুষের হৃদয়েও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Incense Stick : প্রতিমা, মণ্ডপ ছেড়ে নজর ধূপকাঠিতে! যেন 'একাই একশো', কাঁপিয়ে দিচ্ছে গোটা এলাকা! একটানা জ্বলবে পাঁচদিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল