TRENDING:

West Bengal news: পাখিদের জন্য তৈরি হল বাসা, যেমনটা ওরা পছন্দ করে, করে দেখালেন যুবক

Last Updated:

West Bengal news: বৈশাখের শুরু থেকেই বীরভূমের তাপমাত্রা কখনো গেছে ৪০ ডিগ্রি আবার কখনো গেছে ৪২° সেলসিয়াসের কাছাকাছি। গরমে নাজেহাল অবস্থা বীরভূমের বাসিন্দাদের। সকাল থেকেই তীব্র ঘন রোদ এবং তার সাথে বাতাসে বইছে লু। জরুরি কাজ ছাড়া ঠিক তেমন কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন: পর্যটকদের উপর জঙ্গি হামলার বিষয়ে আগেই সতর্ক করেন গোয়েন্দারা! কবে, কোথায় হামলা- তাও বলেছিলেন! এরপরেই ঘটে চমক

এইরকম পরিবেশে একদিকে যেমন মানুষের অবস্থা নাজেহাল ঠিক তেমন পশু পাখিদেরও অবস্থা নাজেহাল। এই গরমে খাবার এবং জল পেতে সমস্যায় পড়তে হয় পাখিদের। তবে শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে গোয়ালপাড়ায় প্রকৃতি আর ভালোবাসা একসঙ্গে মিশে গেছে এক ছোট্ট চায়ের দোকানে। খোকন লোহার একজন চা বিক্রেতা তবে তার মধ্যে লুকিয়ে রয়েছে এক পরিবেশ প্রেম।

advertisement

নিজের উদ্যোগে প্রায় ২০০টি পাখির বাসা সাজিয়েছেন। সাজিয়েছেন তার দোকানের আশপাশে অবস্থিত গাছগুলিকে। গাছগুলিকে সাজিয়ে তিনি পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন এই অঞ্চলে। প্রতিদিন সকালে এবং বিকেলে এই গাছগুলিতে তিনি পাখিদের খাবার দেন। নেই কোনো সরকারি সাহায্য, সাধারণ মানুষের অনুদান।

আরও পড়ুুন: টাকার জন্য বিছানার অর্ধেক ভাড়া দিতে শুরু করেন তরুণী! শর্ত মানলেই পাশে থাকতে পারবেন যে কেউ

advertisement

সবটাই করেন নিজের কষ্টের টাকায় এবং নিঃস্বার্থ ভালোবাসায়। বর্তমানে যেখানে মানুষজন শুধুমাত্র নিজেদের কথা ভাবেন সেখানে খোকন লোহার বুঝিয়ে দেন প্রকৃতিকে ভালোবাসা কীভাবে আমাদের চারপাশকে বদলে দেওয়া যেতে পারে। স্থানীয়রা গর্ব করে খোকনের এই কার্যকলাপ দেখে। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা গরম চায়ের কাপ হাতে নিয়ে শুনে যান পাখিদের কোলাহল এবং তার সঙ্গে খোকন লোহারের প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প। আজ যখন প্রকৃতি হুমকির মুখে তখন গোয়ালপাড়ার এই পাখির পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ চাইলে অনেক কিছু বদলাতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: পাখিদের জন্য তৈরি হল বাসা, যেমনটা ওরা পছন্দ করে, করে দেখালেন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল