এইরকম পরিবেশে একদিকে যেমন মানুষের অবস্থা নাজেহাল ঠিক তেমন পশু পাখিদেরও অবস্থা নাজেহাল। এই গরমে খাবার এবং জল পেতে সমস্যায় পড়তে হয় পাখিদের। তবে শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে গোয়ালপাড়ায় প্রকৃতি আর ভালোবাসা একসঙ্গে মিশে গেছে এক ছোট্ট চায়ের দোকানে। খোকন লোহার একজন চা বিক্রেতা তবে তার মধ্যে লুকিয়ে রয়েছে এক পরিবেশ প্রেম।
advertisement
নিজের উদ্যোগে প্রায় ২০০টি পাখির বাসা সাজিয়েছেন। সাজিয়েছেন তার দোকানের আশপাশে অবস্থিত গাছগুলিকে। গাছগুলিকে সাজিয়ে তিনি পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন এই অঞ্চলে। প্রতিদিন সকালে এবং বিকেলে এই গাছগুলিতে তিনি পাখিদের খাবার দেন। নেই কোনো সরকারি সাহায্য, সাধারণ মানুষের অনুদান।
সবটাই করেন নিজের কষ্টের টাকায় এবং নিঃস্বার্থ ভালোবাসায়। বর্তমানে যেখানে মানুষজন শুধুমাত্র নিজেদের কথা ভাবেন সেখানে খোকন লোহার বুঝিয়ে দেন প্রকৃতিকে ভালোবাসা কীভাবে আমাদের চারপাশকে বদলে দেওয়া যেতে পারে। স্থানীয়রা গর্ব করে খোকনের এই কার্যকলাপ দেখে। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা গরম চায়ের কাপ হাতে নিয়ে শুনে যান পাখিদের কোলাহল এবং তার সঙ্গে খোকন লোহারের প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প। আজ যখন প্রকৃতি হুমকির মুখে তখন গোয়ালপাড়ার এই পাখির পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ চাইলে অনেক কিছু বদলাতে পারে।
সৌভিক রায়





