আরও পড়ুনঃ ব্যালট বক্স বদলের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে, খবর পেতেই যা করল কংগ্রেস কর্মীরা!
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ বন্ধ হয়ে যায়। জানা যায়, ভোটের দিন ওই বড়মহুলার ওই বুথে ব্যালট বাক্স বাইরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। সেই কারণেই সেখানে পুনরায় ভোট গ্রহণ করানো হচ্ছে।
advertisement
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
আর সেই ভোটেই এলাকাবাসী কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি নিয়ে শরব হন। এদিন বিকেলে ওই বুথের সামনে পুলিশ মোতায়েন করা হলে এলাকাবাসী শরব হয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের কথায়, “যদি কেন্দ্র বাহিনী দিয়ে যদি ভোট না হয়, তাহলে ভোট দেওয়া হবে না। আগেরদিন কেন্দ্র বাহিনী না থাকায় ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার যাতে পুনরাবৃত্তি না হয় তাই কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাতে হবে।”
Subhadip Pal