WB Panchayat Election 2023: ব্যালট বক্স বদলের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে, খবর পেতেই যা করল কংগ্রেস কর্মীরা!

Last Updated:

WB Panchayat Election 2023: রবিবার, রাতের অন্ধকারে খালি ব্যালট বক্স  একটি ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই কংগ্রেস কর্মীরা খবর পেয়ে তা রুখে দেয়।

ব্যালট বক্স বদলের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে
ব্যালট বক্স বদলের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে
মুর্শিদাবাদঃ রাতের অন্ধকারে বদলে গেল ‘ব্যালট বক্স’। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের লালগোলায়। রবিবার, রাতের অন্ধকারে খালি ব্যালট বক্স  একটি ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই কংগ্রেস কর্মীরা খবর পেয়ে তা রুখে দেয়।
জানা গিয়েছে, রাতের অন্ধকারে লালগোলা এম.এন.এক্যাডেমি স্কুল থেকে কিছু ব‍্যবহার না হওয়া ব্যালট বাক্স ভোটের পরও ছিল। কারও সঙ্গে আলোচনা না করে লালগোলার বিডিও তাঁর অফিসে নিয়ে আসছিল সেইসব ব‍্যবহার না হওয়া ব্যালট বাক্স। তখন রাস্তায় এই গাড়ি দেখার সঙ্গে সঙ্গে কংগ্রেস-সিপিআই(এম) কর্মীরা মিলে গাড়িটিকে আটকায় এবং বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায়। কংগ্রেস কর্মীদের অভিযোগ বেশ কিছু ব্যালট বাক্সতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর করা ছিল।
advertisement
advertisement
কংগ্রেসের এক কর্মী বলেন, ‘ এত রাতে কেন ব‍্যবহার না হওয়া ব্যালট বাক্স নিয়ে যাওয়ার পেছনে অসৎ উদ্দেশ‍্য ছিল কিনা আমরা জানিনা। কিন্তু আমরা এই সরকারকে বিশ্বাষ করি না।  বিডিও এসে দেখান আমাদের যে ব্যালট বাক্সগুলো খালি। তবুও, আমরা চাই সব রাজনৈতিক দলের থেকেই অনুমতি নেওয়ার পর ব্যালট বাক্সগুলো যেন নিয়ে যাওয়া হয়।
advertisement
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ‍্যা। ছাপ্পা, ব‍্যালট বক্স জলে ফেলে দেওয়া বাদ যায়নি কিছুই। এবার ভোট পরবর্তী হিংসায় উদ্বেগে রাজ‍্যবাসী।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: ব্যালট বক্স বদলের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে, খবর পেতেই যা করল কংগ্রেস কর্মীরা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement