WB Panchayat Election 2023: ভোটের হিংসার আঁচ অধিকারী গড়েও! ফের পুকুর থেকে উদ্ধার আক্রান্ত ‘ব্যালট বাক্স’
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
WB Panchayat Election 2023: ভোটে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। ভোট শেষ হওয়ার পর গভীর রাতে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আশান্তি শুরু হয় এলাকায়।
পূর্ব মেদিনীপুরঃ ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। গতকাল সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! খুন-জখম-ছাপ্পা বাদ পড়েনি কিছুই। হিংসার আঁচ ছড়িয়ে পড়েছে অধিকারী গড় পূর্ব মেদিনীপুরেও।
advertisement
ভোটে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধাকৃষ্ণপুর গ্ৰামের ২০৩ নম্বর বুথ। ভোট শেষ হওয়ার পর গভীর রাতে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আশান্তি শুরু হয় এলাকায়। পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
মারধরের তীর আই এস এফের কর্মীদের বিরুদ্ধে। আই এস এফের কর্মীদের অভিযোগ যে রাতের অন্ধকারে বাইরে থেকে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর করে এবং হুমকি দেয়। তাঁদের দাবি, এরপর গ্রামবাসীরাই এসে প্রতিরোধ গড়ে তুলে। পরে দেখতে পাওয়া যায় কে বা কারা ব্যালট বক্স পুকুরে ফেলে দেয়। সকালবেলা পুলিশ এসে ব্যালট বক্স পুকুর থেকে উদ্ধার করেছে।
advertisement
জানা গেছে ঘটনায় আক্রান্ত হয়েছেন কর্তব্যরত প্রিজাইডিং অফিসার ও একজন পুলিশ অধিকারিক। দুজনেই পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 2:30 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
WB Panchayat Election 2023: ভোটের হিংসার আঁচ অধিকারী গড়েও! ফের পুকুর থেকে উদ্ধার আক্রান্ত ‘ব্যালট বাক্স’