WB Panchayat Election 2023: পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের

Last Updated:

WB Panchayat Election 2023: ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ।

পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। গতকাল সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ‍্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি।
advertisement
২০১৮ সালে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ জায়গায় শাসক দলের জয়ের অভিযোগ এনেছিল বিরোধীরা। পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। রিগিং, সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। এবছরের চিত্রতে কোনও বদল হয়নি বলে দাবি বিরোধী শিবিরের। এবার শুধু ভোটের দিন বলি হয়েছেন কমপক্ষে ১৮ জন। শাসক-বিরোধী-ভোটার বাদ যাননি কেউ। গণতান্ত্রের নামে এই প্রহসন নিয়ে এবার শরব হলেন কলকাতার বুদ্ধিজীবীরা।
advertisement
অভিনেতা ঋদ্ধি সেন ভোটের নামে সারা বাংলায় যে তাণ্ডব হয়েছে তার বিরুদ্ধে সমাজমাধ্যমে সুর চড়িয়েছেন। তাঁর কথায়, ‘পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক , সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো , দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়ে নিই, আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায়, আমাদের ভাগাড়ের মাংস।’
advertisement
আরও পড়ুনঃ সিপিআইএম প্রার্থীর স্বামীকে অপহরণ, তারপর যা হল তুলকালাম
একই সুরে কথা বলেছেন ঋত্বিক চক্রবর্তী। নিজের ফেসবুকের পাতায় একটি পুতুল হাতে নিজের ছবি পোস্ট করেন অভিনেতা লিখেছেন, ‘আমার বাচাল পুতুলটা প্রশ্ন করছে- পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে?
উত্তরটা জানা থাকলে বেচারাকে একটু জানিয়ে দেবেন।’
advertisement
অন‍্যদিকে, ভোট ঘিরে যে মৃত‍্যুমিছিল হয়েছে তা দেখে ‘বুদ্ধিজীবীদের’ কাছে একটা প্রশ্ন রেখেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবে না?’। শনিবার, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে যে রক্তের বন‍্যা বয়ে গেল তা দেখে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। সবার একটাই প্রশ্ন, এই মৃত্যু মিছিলের শেষ কোথায়?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
WB Panchayat Election 2023: পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement