WB Panchayat Election 2023: নির্বাচন শেষও থামেনি হিংসা! গুলি চালানো থেকে ইট বৃষ্টি, তৃণমূল-নির্দলের টক্কর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
WB Panchayat Election 2023: মোহনপুর পঞ্চায়েতে পূর্বাশায় ১৪ নম্বর বুথে বোমাবাজি হয়েছিল ভোটগ্রহণকে কেন্দ্র করে। গুলি চলেছিল নির্দল প্রার্থীকে লক্ষ্য করে।
মোহনপুরঃ মোহনপুর পঞ্চায়েতে পূর্বাশায় ১৪ নম্বর বুথে বোমাবাজি হয়েছিল ভোটগ্রহণকে কেন্দ্র করে। গুলি চলেছিল নির্দল প্রার্থীকে লক্ষ্য করে। এই ঘটনার পর, গতকাল রাতে যেখানে গন্ডগোল শুরু হয় তার পাশেই থাকা তৃণমূলের ক্যাম্প। আর সেই ক্যাম্পে বসে ছিলেন মৌসুমী কর্মকার নামে তৃণমূল প্রার্থীর এজেন্ট। গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য কর ইট ছোড়ার অভিযোগ আনেন তিনি। মৌসুমী কর্মকারের দাবি যে ভাঙচুরের কারণে সারা বাড়িতে কাঁচের টুকরো আর ইট ছড়ানো ও ছিটানো রয়েছে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর থানার পুলিশ। মৌসুমী কর্মকার ও তাঁর পরিবার নিরাপত্তার অভাব বোধ করায় রাতে পুলিশি পাহারা মোতায়ন করা হয়। মৌসুমী কর্মকারের দাবি, ‘নির্দল প্রার্থী অরিজিৎ দাস তাঁর দলবল নিয়ে রাত্রিবেলায় মোটরসাইকেল করে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে দেখে নেবে এমনটা হুমকিও দেয়।’
আরও পড়ুনঃ সিপিআইএম প্রার্থীর স্বামীকে অপহরণ, তারপর যা হল তুলকালাম
view commentsএই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস। তিনি বলেন, ‘এলাকার ঠান্ডা পরিবেশকে অশান্ত করেছিল তৃণমূল শিবির। এলাকার মানুষ ভোট দিয়ে সেটার জবাব দেবে।’ তাঁর কথায়, ‘তিনি নির্দল হয়ে দাঁড়ানোতে হার নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেসেরর দুষ্কৃতিরা গুলি চালিয়েছিল।’ রাতের ভাঙচুরে তাঁর কোন ভূমিকা ছিল না এমনটাই দাবি নির্দল প্রার্থীর।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 9:50 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Panchayat Election 2023: নির্বাচন শেষও থামেনি হিংসা! গুলি চালানো থেকে ইট বৃষ্টি, তৃণমূল-নির্দলের টক্কর