আন্দুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়গোড়ীর বিভিন্ন এলাকায় বর্ষার আগেই নিকাশি বন্ধপ্রায় বর্ষার আগেই দু-একটা বৃষ্টির জলে পুকুর জলাশয়ের জলস্তর রাস্তার সমানে উঠে এসেছে। কোথাও আবার রাস্তা দখল করেছে জল। সব থেকে খারাপ অবস্থা আরগোর মাঠধার এলাকায়। যেখানে পাঁচ মাস প্রায় জলমগ্ন হয়ে থাকে, এলাকার প্রধান রাস্তা কংক্রিটের হলেও অধিকাংশ বাড়িতে পৌঁছানোর রাস্তা কাঁচা ও জলমগ্ন। কিছু বাড়িতে পৌঁছতে বাঁশের সাঁকো ব্যবহার করা হয়। বদ্ধ স্থানে জল জমা মাছি, মশা, পোকামাকড়ের উপদ্রব বেড়েই চলেছে। জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্তে আতঙ্কিত স্থানীয় মানুষ। জলমগ্ন এলাকার স্কুলগুলিও।
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় মানুষের অভিযোগ, বারংবার স্থানীয় পঞ্চায়েত বিডিও জেলা পরিষদ এমনকি নবান্ন পর্যন্ত সমস্যার সমাধানে আবেদন জানান হয়েছে। ১০-১২ বছর এই সমস্যা, যত দিন গড়াচ্ছে ততই সমস্যা বাড়ছে। এই সমস্যার সূত্রপাত পার্শ্ববর্তী জলা জমি ভরাট করে কলকারখানা নির্মাণ। যে জল ওই জলাভূমিগুলিতে এসো জমা হত সেই জল বিভিন্ন এলাকা থেকে এসে জনবসতি এলাকায় জমছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় পঞ্চায়েত এ বিষয়ে আগেই জানিয়েছে সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধান নিকাশি বহল রাখতে গত বছরে কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ কয়েক লক্ষ টাকা খরচ করে কাজ হয়েছে শোনা গেলেও জল জমা সামান্য পরিবর্তন হয়নি।
রাকেশ মাইতি