Howrah News: হাওড়ার বাসিন্দাদের জন্য সুখবর, আর থাকবে না যানজট ঝামেলা! ৫৫ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তার হচ্ছে সম্প্রসারণ

Last Updated:

তীব্র যানজট থেকে রক্ষা দিতে রাস্তা সম্প্রসারণ করছে প্রশাসন

+
রানিহাটি-আমতা

রানিহাটি-আমতা রোড

হাওড়া: রানিহাটি আমতা রোডে যানজট যেন হয়ে পড়েছে মানুষের নিত্যদিনের সঙ্গী! হাওড়া জেলার ব্যস্ততম রাজ্য সড়কগুলোর মধ্যে অন্যতম রানিহাটি আমতা রোড। হাওড়া শহর ও কলকাতা সহ বিভিন্ন জায়গার সঙ্গে আমতা উদয়নারায়নপুর ও পাঁচলার একাংশের মানুষের যোগাযোগ হয় এই রাস্তা দিয়েই। সরাসরি জাতীয় সড়কে পৌঁছনোর রাস্তা এটি। প্রতিদিন বিভিন্ন রুটের কয়েক হাজার ছোট বড় পণ্যবাহী গাড়ি, বাস ছাড়াও অসংখ্য বাইক, ছোট গাড়ি, টোটো চলাচল করে এই রাস্তায়। ফলে সবসময়ই তীব্র যানজট লেগে থাকে এই এলাকায়।
তবে প্রশাসন সূত্রে জানা গেছে, ৫৫ কোটি টাকা খরচে হাওড়া আমতা রোডের প্রায় ১৬ কিলোমিটার অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। ইতিমধ্যেই ১০ কিলোমিটার রাস্তার কাজ প্রায় শেষের পথে। কমবেশি প্রায় প্রতিদিন সন্ধ্যা হলেই যানজট রানিহাটি আমতা রোডে। ১৬ নম্বর জাতীয় সড়ক রানিহাটি মোড় থেকে আমতা রাজ্য সড়কের রানিহাটি মোড় থেকে যানজট সৃষ্টি হয়, যাত্রীরা সমস্যায় পড়েন, সমস্যায় পড়েন স্থানীয় ব্যবসায়ীরাও। যানজট সন্ধ্যা থেকে শুরু হয়ে ২-৪ ঘণ্টা লেগে থাকে।
advertisement
advertisement
হাওড়ার রানিহাটি-আমতা রোডে যানজট একটি সাধারণ সমস্যা, বিশেষ করে সিগন্যাল পোস্টের আশেপাশে এবং অফিস সময়ের পরে। এই যানজটের কারণগুলির মধ্যে রয়েছে রাস্তার ধার দখল করে দোকান ও ব্যবসার বিস্তার এবং যানজট নিরসনে উপযুক্ত পদক্ষেপের অভাব। নিত্যযাত্রীরা বলেন, সংকীর্ণ রাস্তায় যখন তখন বাস থেকে যাত্রী ওঠানো নামানো হয়। ফলে পেছনে আসা বাসগুলোর গতি কমে যায়। রাস্তা চওড়া হলে সেই সমস্যা থাকবে না। এই যানজট যাত্রী ভোগান্তি বাড়িয়ে তুলেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই সঙ্গে জাতীয় সড়ক বা আমতা রানিহাটি হয়ে আসা অ্যাম্বুলেন্স ও দমকলের মত জরুরি পরিষেবাতেও ব্যাপক প্রভাব ফেলে এই যানজটে বলে মত স্থানীয় দোকানদারের। জাতীয় সড়কে উড়ালপুল এবং সার্ভিস রোড নির্মাণ হলে সমস্যার সমাধান মিলবে বলেই আশাবাদী মানুষ। রাস্তা প্রশস্ত করার মাধ্যমে যানজট কমানোর চেষ্টা করা যেতে পারে। একই সঙ্গে রাস্তার ধারে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ করা যানজট কমাতে সাহায্য করবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ার বাসিন্দাদের জন্য সুখবর, আর থাকবে না যানজট ঝামেলা! ৫৫ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তার হচ্ছে সম্প্রসারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement