Road Safety Awareness Campaign: শিক্ষা দিল বিশেষভাবে সক্ষম শিশুরা! পুলিশের অভিনব উদ্যোগে সচেতন হলেই প্রাণ বাঁচবে বহু মানুষের
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
পথ নিরাপত্তায় সাধারণ মানুষের শিক্ষায় অন্য ভূমিকায় পুলিশ!
হাওড়া: পথ নিরাপত্তায় সাধারণ মানুষের শিক্ষায় অন্য ভূমিকায় পুলিশ! বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন বার্তা এবার হাওড়ায়। গান, আবৃত্তি এবং অঙ্কন অনুষ্ঠানে অংশগ্রহণ করল প্রায় ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশ নানা পরিকল্পনা গ্রহণ করছে, এবার বিশেষভাবে সক্ষম শিশুদের মাধ্যমে সচেতনতার প্রচার। হাওড়া সিটি পুলিশের ধুলাগড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উলুবেড়িয়া আনন্দ ভবন ডেফ অ্যান্ড ডাম্ব স্কুলের ছাত্র-ছাত্রীরা গান, আবৃত্তি এবং নিজেদের হাতে ছবি অঙ্কনের মাধ্যমে পথ নিরাপত্তা বিষয়কে তুলে ধরে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী অপরাধ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই পুলিশের আহ্বানে এমন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আপ্লুত বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা। দারুণ উৎসাহের সঙ্গে এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করল ওরা। কেউ অঙ্কন করল, কেউ আবার গান ও আবৃত্তি করল। অনুষ্ঠান শেষে হাতে মিলল পুরস্কার, এতে ভীষণ আনন্দিত সকলে। ওদের কাছে অন্য একটা দিন। এমন অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে ডাক এলেও পুলিশের উদ্যোগে এমন অনুষ্ঠান ওদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে ছাত্রছাত্রীরা জানায়, এই ধরনের অনুষ্ঠান তাদের কাছে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। অনুষ্ঠান মঞ্চের বিশিষ্ট মানুষের কথায় অনুপ্রাণিত হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
পুলিশের পক্ষ থেকে জানান হয়, সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। সমাজের সর্বস্তরে মানুষকে বিভিন্নভাবে সচেতনতা। সেই দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওদের মধ্যে এ বিষয়ে কতটা ধারণা রয়েছে তা জানার চেষ্টা। সেইদিক গুরুত্ব রেখেই আমন্ত্রণ জানান।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2025 3:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Safety Awareness Campaign: শিক্ষা দিল বিশেষভাবে সক্ষম শিশুরা! পুলিশের অভিনব উদ্যোগে সচেতন হলেই প্রাণ বাঁচবে বহু মানুষের






