Howrah News: মাছ ধরার জালে উঠল হারিয়ে যেতে বসা কচ্ছপ! তারপর কি হল জানেন...
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মৎস্যজীবীদের জালে বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার
হাওড়া: নানা ভাবে পরিবেশ ও পরিবেশে থাকা গুরুত্বপূর্ণ প্রাণী বিপদের মুখে। বিপদ মুক্ত করতে সদা প্রহরীর মত দায়িত্ব পালন করে চলেছে পরিবেশ কর্মীরা। তারই অঙ্গ হিসাবে প্রতিনিয়ত সচেতনতার প্রচার। পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় হাওড়া জেলা জুড়ে পরিবেশ কর্মীদের নিশ্চিদ্র প্রচার অভিযানে মিলছে সুফল। এবার প্রচারেই মিলল সুফল। লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধারে ডাক পড়ল পরিবেশকর্মীদের।
বিভিন্ন কারণে বিলুপ্তির পথে, যেমন মানুষের কার্যকলাপ,বাসস্থান ধ্বংস, জল দূষণ, খাদ্য সংকট এবং শিকার। বিশেষকরে মৎস্যজীবীদের জালে এদের আটকা পড়ার ঘটনা বেশি দেখা যায়। এদিন উলুবেড়িয়ার জগদীশপুরে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে মাছের জালে ধরা পড়ে এই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় কচ্ছপ।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ায়। কয়েকদিন আগে স্থানীয় মানুষকে সচেতন করার সুফল মিলল হাতেনাতে, কচ্ছপটি দেখা মাত্র স্থানীয় মানুষ জেলেদেরকে বিক্রি করতে মানা করে। তারপর পরিবেশকর্মীদের খবর দিলে সুরজিৎ মণ্ডল যোগাযোগ করেন। কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগের পরামর্শমতো নদীতে ছেড়ে দেওয়া হল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল ব্যবহার করে এবং অনেক সময় কচ্ছপ এই জালে আটকা পড়ে। জালে আটকা পড়া কচ্ছপ প্রায়শই শ্বাস নিতে না পেরে বা অন্য কোন কারণে মারা যায়। এই কারণে, কচ্ছপের সংখ্যা কমতে থাকে, যা তাদের বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে মৎস্যজীবী এবং এলাকাবাসীদের সচেতনতায় প্রাণ ফিরে পেল কচ্ছপটি।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 7:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাছ ধরার জালে উঠল হারিয়ে যেতে বসা কচ্ছপ! তারপর কি হল জানেন...