Uluberia Kalibari: উলুবেড়িয়া কালী বাড়ি ভ্রমণের মজা এখন দ্বিগুণ! মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে বাড়তি পাওয়া নৌকাবিহার, জানুন খরচ

Last Updated:
উলুবেরিয়া কালীবাড়ি গেলেই এখন নৌকাবিহারে যেতে ভুলছেন না দর্শনার্থীরা
1/6
উলুবেড়িয়া কালী বাড়ির অন্যতম আকর্ষণ এখন নৌকা বাহা! রুপোলি নদীর বুকে নৌকায় ভেসে বেড়ানোর অভিজ্ঞতা সঞ্চয় করতেই চুলার বিভিন্ন প্রান্ত থেকে এখন আরও বেশি মানুষ হাজির হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি।
উলুবেড়িয়া কালী বাড়ির অন্যতম আকর্ষণ এখন নৌকা বিহার! রুপোলি নদীর বুকে নৌকায় ভেসে বেড়ানোর অভিজ্ঞতা সঞ্চয় করতেই চুলার বিভিন্ন প্রান্ত থেকে এখন আরও বেশি মানুষ হাজির হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি।
advertisement
2/6
হাওড়া জেলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা আকর্ষণীয় স্থান। জেলার মানুষ অবসর সময় কাটাতে বা মন ভাল করতে ঝাঁকে ঝাঁকে হাজির হচ্ছে সেই সমস্ত স্থানে।
হাওড়া জেলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা আকর্ষণীয় স্থান। জেলার মানুষ অবসর সময় কাটাতে বা মন ভাল করতে ঝাঁকে ঝাঁকে হাজির হচ্ছে সেই সমস্ত স্থানে।
advertisement
3/6
হাওড়ার উত্তর-পূর্বে রয়েছে বেলুড় মঠ, একেবারে দক্ষিনে তিন নদীর সঙ্গমস্থল বা ত্রিবেণী হল গাদিয়ারা পর্যটন কেন্দ্র। অন্যদিকে পশ্চিম দিকে রূপনারায়ণ নদী পাড়ে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের স্মৃতি বিজরিত সামতাবের এবং বেনাপুর চর। এই সমস্ত স্থানগুলিতে নদীর পাশে থেকে নদীর সৌন্দর্য এবং স্নিগ্ধ বাতাস দারুণভাবে তৃপ্তি যোগায় পর্যটকদের।
হাওড়ার উত্তর-পূর্বে রয়েছে বেলুড় মঠ, একেবারে দক্ষিণে তিন নদীর সঙ্গমস্থল বা ত্রিবেণী হল গাদিয়ারা পর্যটন কেন্দ্র। অন্যদিকে পশ্চিম দিকে রূপনারায়ণ নদী পাড়ে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের স্মৃতি বিজরিত সামতাবের এবং বেনাপুর চর। এই সমস্ত স্থানগুলিতে নদীর পাশে থেকে নদীর সৌন্দর্য এবং স্নিগ্ধ বাতাস দারুণভাবে তৃপ্তি যোগায় পর্যটকদের।
advertisement
4/6
হাওড়া জেলার গা বিয়ে বয়ে গেছে হুগলি রূপনারায়ণ এবং জেলার মধ্য দিয়ে বয়ে গেছে দামোদর মুণ্ডেশ্বরী সরস্বতী কৌশিকীর মত নদী। নদীমাতৃক এই জেলায়, অধিকাংশ পর্যটন কেন্দ্র নদীকেন্দ্রিক বা নদী লাগোয়া।
হাওড়া জেলার গা বিয়ে বয়ে গেছে হুগলি রূপনারায়ণ এবং জেলার মধ্য দিয়ে বয়ে গেছে দামোদর মুণ্ডেশ্বরী সরস্বতী কৌশিকীর মত নদী। নদীমাতৃক এই জেলায়, অধিকাংশ পর্যটন কেন্দ্র নদীকেন্দ্রিক বা নদী লাগোয়া।
advertisement
5/6
নদীর সৌন্দর্য এবং ধর্মীয় স্থান হিসেবে ভীষণ জনপ্রিয় উলুবেড়িয়া কালীবাড়ি। উলুবেড়িয়া আনন্দময়ী কালীবাড়িতে সারা বছর ভক্ত সমাগম বা দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মানুষ মা কালীর আরাধনার পাশাপাশি এখানকার নদীর সৌন্দর্য উপভোগ করতে হাজির হয়। বিকেল হলেই অসংখ্য মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নদী পাড়ে ভিড় জমাচ্ছে। উলুবেড়িয়া কালীবাড়ির গা ঘেঁষে চলা হুগলি নদীর উপর নৌকায় চেপে ভেসে বেড়ানোর দারুণ আগ্রহ দেখাচ্ছে মানুষ। মাত্র ৫০ টাকায় নৌকা বাহা।
নদীর সৌন্দর্য এবং ধর্মীয় স্থান হিসেবে ভীষণ জনপ্রিয় উলুবেড়িয়া কালীবাড়ি। উলুবেড়িয়া আনন্দময়ী কালীবাড়িতে সারা বছর ভক্ত সমাগম বা দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মানুষ মা কালীর আরাধনার পাশাপাশি এখানকার নদীর সৌন্দর্য উপভোগ করতে হাজির হয়। বিকেল হলেই অসংখ্য মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নদী পাড়ে ভিড় জমাচ্ছে। উলুবেড়িয়া কালীবাড়ির গা ঘেঁষে চলা হুগলি নদীর উপর নৌকায় চেপে ভেসে বেড়ানোর দারুণ আগ্রহ দেখাচ্ছে মানুষ। মাত্র ৫০ টাকায় নৌকাবিহার।
advertisement
6/6
দুপুরের পর থেকে কয়েক ঘন্টা নৌকায় চেপে নদীর বুকে আনন্দ উপভোগ করার প্রবণতা বাড়ছে ছোট বড় সকলের মধ্যে। ২-৪ জন হলেই কালিবাড়ি থেকে মাঝ নদী পর্যন্ত ঘুরে আসা ১০-১২ মিনিটের একটা ছোট্ট টিপ। মাঝিরাও পর্যটক দেখলেই হাক দিচ্ছেন নাউকায় চাপতে। কিন্তু লাইফ জ্যাকেট বা অন্য কোনরকম ব্যবস্থা ছাড়া নৌকা বাহা জীবন ঝুঁকির হলেও সেই ভয় পাত্তা না দিয়ে নৌকায় চাপার আনন্দ উপভোগ করছে পর্যটক।
দুপুরের পর থেকে কয়েক ঘন্টা নৌকায় চেপে নদীর বুকে আনন্দ উপভোগ করার প্রবণতা বাড়ছে ছোট বড় সকলের মধ্যে। ২-৪ জন হলেই কালিবাড়ি থেকে মাঝ নদী পর্যন্ত ঘুরে আসা ১০-১২ মিনিটের একটা ছোট্ট ট্রিপ। মাঝিরাও পর্যটক দেখলেই হাঁক দিচ্ছেন নৌকায় চড়তে। কিন্তু লাইফ জ্যাকেট বা অন্য কোনরকম ব্যবস্থা ছাড়া নৌকা বিহার জীবন ঝুঁকির হলেও সেই ভয় পাত্তা না দিয়ে নৌকায় চড়ার আনন্দ উপভোগ করছে পর্যটক।
advertisement
advertisement
advertisement