এদিকে নিখোঁজ ভোটারের নাম থাকা নিয়ে অভিযোগ করায় তাঁকে নিশানা করেছেন নিয়োগ বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। নদিয়ার শান্তিপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৫২ এবং ১৫৯ নম্বর বুথে একাধিক মৃত ও নিখোঁজ ভোটারের নাম তালিকায় আছে বলে বিজেপির অভিযোগ।
আরও পড়ুন: মেদিনীপুরে ইংলিশ চ্যানেল জয়ী, দেখতে উপচে পড়ল ভিড়
advertisement
এই বিষয়ে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি সুমন্ত বিশ্বাস জানান, এসআইআর হবে বলে তাঁরা বিভিন্ন রকমভাবে ভোটার তালিকা নিয়ে তদন্ত শুরু করেন। আর তাতেই দেখা যায় এলাকার দুটি বুথ মিলিয়ে প্রায় ২৩ থেকে ২৫ জন ভুয়ো ভোটার এবং নিখোঁজ ভোটারের নাম তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি অভিযোগ, ভুয়ো ভোটারের নাম তালিকায় ঢোকানোর জন্য সম্পূর্ণ হিন্দু প্রধান এলাকাতেও মুসলিম ভোটারের নাম রেখে দেওয়া হয়েছে।
উত্তম ভৌমিক নামে এলাকারই একজন গত ৩৫ বছর ধরে নিখোঁজ বলে দাবি করেছে বিজেপি। ওই ব্যক্তির পরিবারও জানিয়েছে গত সাড়ে তিন দশক ধরে তিনি সত্যিই নিখোঁজ। সেই তাঁর নাম ভোটার তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি মৃত ভোটারদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএলও’র দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজেপির অভিযোগ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, ওই বুথগুলিতের বিগত নির্বাচনে কোনও ডান পন্থী দল জেতেনি। তবে মৃত ভোটার চিহ্নিতকরণ করা দরকার সেটা তৃণমূলও চাইছে। পাশাপাশি তাঁর দাবি, মৃত নিখোঁজ ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে বিতর্কের মাত্রা ক্রমশই বাড়ছে।