Success Story Of Sultana: সাফল্যের নাম সুলতানা, গ্রামের পথ থেকে উঠে আসা যোগাসনের রাণী, বিশ্বমঞ্চে দেশকে এনে দিচ্ছেন গর্ব

Last Updated:

Yoga Girl Sultana: গ্রামের মাটিতেই তৈরি বিশ্বমুখী যোগাসন তারকা, গর্বে ভাসছে বাদুড়িয়া, ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত UCMAYPSF World Cup 2025-এ তাকে সম্মানিত করা হয় “Global Yoga Icon Award 2025” আন্তর্জাতিক পুরস্কারে।

+
পরিবারের

পরিবারের সঙ্গে সুমনা

বাদুড়িয়া: গ্রামের মাটিতেই তৈরি বিশ্বমুখী যোগাসন তারকা, গর্বে ভাসছে বাদুড়িয়া। শহরের ঝলমলে আলো নয়, গ্রামের মাটির পথ ধরেই গড়ে উঠেছে এক স্বপ্নের যাত্রা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার প্রত্যন্ত কাঁকড়া সুতি গ্রামের মেয়ে সুমনা সুলতানার সেই যাত্রা আজ স্বপ্নের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। অদম্য মানসিকতা, কঠোর অনুশীলন ও ধারাবাহিক সাফল্যের জোরে খুব অল্প বয়সেই রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় গড়ে তুলেছে সে।
অল্প বয়সেই সুমনা আজ গোটা জেলার গর্ব। তার বাবা খয়রুল ইসলাম ও মা সেলিমা বিবির পূর্ণ সমর্থন ও অনুপ্রেরণায় এগিয়ে চলেছে তার ক্রীড়া জীবন। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি গভীর আগ্রহ ছিল তার। পড়াশোনার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর সাধনার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছে সুমনা। তার ক্রীড়াজীবনের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালে। কলকাতার সল্টলেকের নবরাজনা স্টেট ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত ৬৮তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে যোগাসন ইভেন্টে ৪৭৩.৯০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় সে। ৬ থেকে ৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় তার পারফরম্যান্স সকলের দৃষ্টি আকর্ষণ করে। এরপর জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের ধারা বজায় রাখে সুমনা।
advertisement
advertisement
২০২৫ সালে ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত UCMAYPSF World Cup 2025-এ তাকে সম্মানিত করা হয় “Global Yoga Icon Award 2025” আন্তর্জাতিক পুরস্কারে। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, বর্তমান ফর্ম ও প্রস্তুতি বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক  মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সুমনার। তার এই সাফল্যে কাঁকড়া সুতি গ্রাম সহ গোটা বাদুড়িয়া এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Success Story Of Sultana: সাফল্যের নাম সুলতানা, গ্রামের পথ থেকে উঠে আসা যোগাসনের রাণী, বিশ্বমঞ্চে দেশকে এনে দিচ্ছেন গর্ব
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement