আরও পড়ুন: স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকের বদলি ‘ঠেকাল’ ক্ষুদে পড়ুয়ারা!
ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাদের তৈরি এই চার্চ এখনও রয়ে গিয়েছে এলাকায়। এই চার্চ দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। বড়দিন উপলক্ষ্যে এখানে এক সপ্তাহ ধরে মেলা হয়। যা দক্ষিণ ২৪ পরগনার মধ্যে বড় খ্রীস্ট মেলা। বড়দিনের দিন প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ সেখানে আসেন।এখানে এসে আপনি ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘন্টা সহ আরও অনেক মনোরম জিনিস। রয়েছে একটি বড় পার্ক। যেটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
আরও পড়ুন: কনকচুড় ধানের খইয়েই হবে মোয়া, চাষ না হওয়ায় মাথায় হাত খই ব্যবসায়ীদের
এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ শে ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি। এ নিয়ে সাহেববাড়ি গির্জার পৃষ্ঠপোষক খোকন ঘোষ জানান, গির্জাটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। ফাদার স্যার পনিরসিলভম ও গ্রামবাসীদের উদ্যোগে এটিকে সংস্কার করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আশা করা হচ্ছে এবছর বড়দিনে এই গির্জায় প্রচুর মানুষজন ভিড় করবেন। গির্জার নতুন রূপ সকলকে মুগ্ধ করবে বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক