South 24 Parganas News : কনকচুড় ধানের খইয়েই হবে মোয়া, চাষ না হওয়ায় মাথায় হাত খই ব্যবসায়ীদের

Last Updated:

 আবহাওয়ার খামখেয়ালিতে পর্যাপ্ত কনকচূড় ধান সেভাবে চাষ না-হওয়ায় কপালে ভাঁজ খৈই ব্যবসায়ীরা।

+
ভাজা

ভাজা হচ্ছে কনকচুর ধানের খৈই

দক্ষিণ ২৪ পরগনা : শীতকাল মানেই খাদ্য রসিক বাঙালির মনে আসে একটাই নাম তা হল জয়নগরের মোয়া। আর এই মোয়া তৈরি করতে প্রধান উপকরণ কনকচুর ধানের খই আর নলেন গুড়।আবহাওয়ার খামখেয়ালিতে পর্যাপ্ত কনকচূড় ধান সেভাবে চাষ না-হওয়ায় কপালে ভাঁজ খৈই ব্যবসায়ীরা। চড়া দামে ধান কিনে খই ভাজতে হিমশিম খাচ্ছেন তাঁরা। সুস্বাদু মোয়া তৈরির অন্যতম প্রধান দু’টি উপকরণ হল নলেন গুড় এবং কনকচূড় ধানের খই ৷ চলতি বছর আবহাওয়া খারাপ থাকায় এই ধানের চাষ কম হওয়ায় খই জোগাড় করতে গিয়েই হিমশিম খাচ্ছেন কারিগররা।
দক্ষিণ ২৪পরগনার জয়নগর এলাকার বহড়ুর ও শ্রীপুর গ্রামে অধিকাংশ বাড়িতেই শীতের মরশুমে এই কনকচূড় ধান থেকে খই তৈরি করা হয়। কিন্তু এবছর কনকচূড় ধানের চাষ কম হওয়ার খই তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা । ব্যবসায়ীদের কথায় এমনিতেই স্বাদে-গন্ধে অতুলনীয় কনকচূড় ধান চাষ রাজ্যে বেশ কম হয় ৷ দক্ষিণ ২৪ পরগনার কুলপি, কাকদ্বীপ এলাকাতেই মূলত হয় এই ধানের চাষ ৷ যদিও এবছর স্থানীয় ব্লক প্রশাসনের উদ্যোগে জয়নগরে এই কনকচুড়ধান চাষ করা হয়েছে। তবে নতুন এই চাষ খুব একটা ভালো হয়নি।
advertisement
advertisement
এই ধানের খইকে মাটিতে শুকিয়ে ও শিশিরে এক রাত ভিজিয়ে তারপর মোয়া তৈরির জন্য প্রস্তুত করতে হয় ৷ প্রসঙ্গে খই ব্যবসায়ী অরবিন্দু দাসকুরি বলেন, “আমি দীর্ঘ ৫০ বছর ধরে এই খই ব্যবসার সঙ্গে যুক্ত । বছরের এই তিন মাস খই তৈরি করি এবং বাকি দিনগুলি জয়নগর-সহ বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ীদের খই পাইকারি বিক্রি করি।” মোয়ার আসল স্বাদ পেতে গেলে প্রধান উপকরণ এই কনকচূড় ধানের খই। এই ধানের চাষের ফলন এবার অনেকটাই কম।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাই আসল জয়নগরের মোয়ার স্বাদ এবারের শীতে কতটা পাওয়া‌যাবে তাই নিয়েই রয়েছে সন্দেহ।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : কনকচুড় ধানের খইয়েই হবে মোয়া, চাষ না হওয়ায় মাথায় হাত খই ব্যবসায়ীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement