South 24 Parganas News: মেয়েদের পাশে মেয়েরাই, নামখানায় নির্যাতন রুখতে এগিয়ে এল মহিলারা

Last Updated:

২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন রুখতে বিশ্বব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে নামখানায় মহিলাদের এই কর্মসূচির আয়োজন।

+
নারী

নারী নির্যাতন রুখতে চলছে কর্মসূচি 

নামখানা: ক্রমবর্ধমান নারী নির্যাতন রুখতে নামখানায় এগিয়ে এল মহিলারাই। ২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন রুখতে বিশ্বব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে নামখানায় মহিলাদের একটি কর্মসূচির আয়োজন করা হয়। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এদিন থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত ১৬ দিনব্যাপী পালিত হয় নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ।
আরও পড়ুন: চলছে বাঘ গণনা, দক্ষিণরায়ের গতিবিধির নজরদারি করছে প্রায় দেড় হাজার ক্যামেরা
১৯৯১ সালে ওয়মেন গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউট প্রথম এই কর্মসূচির উদযাপন শুরু করে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সুন্দরবন এলাকতেও চলছে এই কর্মসূচি। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে এই সমস্ত এলাকায় নারী নির্যাতনের হার বেড়েছে। আর সেকারণে নামখানা পঞ্চায়েত এলাকার ছয় জায়গায় এই মিছিল করা হয়। এই মিছিলে এক হাজারেরও বেশি মহিলা অংশগ্রহণ করে।
advertisement
advertisement
২৫ জন মহিলাকে নিয়ে এক একটি দল তৈরি করা হয়। এই দলগুলি থেকে ২৫০ জন মহিলা এক একটি মিছিলে অংশগ্রহণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন, প্রেয়সী গায়েন। তিনি জানান, “বর্তমান সময়ে মেয়েদের উপর যে অত্যাচার করা হয় তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। মেয়েরা অত্যাচারিত হলে আমরা যাতে সবাই একই সঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই অত্যাচারের বিরুদ্ধে সরব হতে পারি তারই জন্য এই মিছিল। এই মিছিলের মাধ্যমে আমরা শপথ নিলাম।মেয়েদের ওপর অত্যাচার হলে আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব‌।”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আগামীতে আরও বড় আকারে আন্দোলন সংগঠিত করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মেয়েদের পাশে মেয়েরাই, নামখানায় নির্যাতন রুখতে এগিয়ে এল মহিলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement