South 24 Parganas News: স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকের বদলি 'ঠেকাল' ক্ষুদে পড়ুয়ারা!

Last Updated:

জয়নগরের এই প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মারিক পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তাঁর বদলির অর্ডার আসে

+
ছাত্র-ছাত্রীদের

ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রিয় শিক্ষক

দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষকের বদলি ঠেকাতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা। তাদের সঙ্গ দিলেন অভিভাবকরা। জয়নগরের পূর্ব জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন জয়নগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ। ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ। পরে অভিভাবকদের ডেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস দেন স্কুল পরিদর্শক। তারপরই অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা শান্ত হয়।
জয়নগরের এই প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মারিক পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তাঁর বদলির অর্ডার আসে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সকলে। ঠিক করেন কিছুতেই প্রধান শিক্ষককে অন্যত্র চলে যেতে দেওয়া হবে না। আর তার জেরেই ঘটল এমন ঘটনা। এই প্রসঙ্গে স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, গ্রামের মানুষজন প্রিয় শিক্ষককে ছাড়তে চাইছেন না। এই বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে।
advertisement
advertisement
এদিকে প্রিয় শিক্ষকের বদলির খবর পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকের বদলি যাতে না হয় তার জন্য অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীরা গণস্বাক্ষর গ্রহণ করে। ছাত্র-ছাত্রীদের এই আবেগ ও অভিভাবকদের নাছোড় মনোভাব প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিত মারিক জানান, গত ১৩ বছর ধরে এই প্রাথমিক স্কুলে তিনি শিক্ষকতা করছেন। স্কুলকে মডেল স্কুল করতে চেয়েছিলেন। এখন বদলির অর্ডার এসেছে। কিন্তু গ্রামের লোকজন, ছাত্র-ছাত্রীরা ছাড়তেই চাইছে না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
গ্রামবাসীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিশ্বজিৎবাবু চলে গেলে স্কুলে তালা লাগিয়ে দেবেন। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা স্কুল পরিদর্শকের উপরে নির্ভর করে তাকিয়ে আছেন। তাঁদের আশা, শেষ পর্যন্ত প্রধান শিক্ষক সেখানেই থেকে যাবেন।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকের বদলি 'ঠেকাল' ক্ষুদে পড়ুয়ারা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement