TRENDING:

পাথরপ্রতিমায় ৪০ বছর মাটির রাস্তায় হেঁটে ধৈর্য্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীদের

Last Updated:

পাথরপ্রতিমায় ৪০ বছর মাটির রাস্তায় হেঁটে ধৈর্য্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীদের। এবার গ্রামবাসীরা রাস্তাটি ভালভাবে তৈরি করার দাবি জানিয়েছেন। সুযোগ আসলে কাজ করা হবে বলে আশ্বাসও মিলেছে গ্রামবাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, পাথরপ্রতিমা:  ৪০ বছর মাটির রাস্তায় হেঁটে ধৈর্য্যের বাঁধ ভাঙছে পাথরপ্রতিমার গ্রামবাসীদের। এবার গ্রামবাসীরা রাস্তাটি ভালভাবে তৈরি করার দাবি জানিয়েছেন। সুযোগ আসলে কাজ করা হবে বলে আশ্বাসও মিলেছে গ্রামবাসীদের।
advertisement

এখনও মাটির রাস্তায় হেঁটে সমস্ত জায়গায় যেতে হচ্ছে পাথরপ্রতিমার বরদাপুর মন্ডলপাড়া এলাকার বাসিন্দাদের। স্কুল পড়ুয়াদের খুব সমস্যা হয় এখানে। ছোট-ছোট স্কুল পড়ুয়াদের কোলে করে তাদের মায়েরা স্কুলে দিয়ে আসেন।

অসুবিধা হয় বড়দেরও। রাস্তা কাদা থাকায় গ্রামবাসীরা গাড়ি নিয়েও যেতে পারেননা। অসুস্থ রুগিদের খুব অসুবিধা হয়। রাতে সমস্যা আরও বাড়ে।

আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন

advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিশ্রুতি মিলেছে অনেকবার। কিন্তু কেউ কথা রাখেনি। প্রায় এক কিলোমিটার এই রাস্তা বর্ষা হলেই একেবারে বেহাল হয়ে পড়ে। এবারেও এই রাস্তা সারানোর আশ্বাস মিলেছে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ওয়ার্কশপ, উদ্যোগ বিডিও-র

এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যা নমিতা মন্ডল জানিয়েছেন, আ্যনুয়াল অ্যাকশান প্লানে রাস্তার নাম তোলা রয়েছে। রাস্তাটি হয়ে যাবে। এতদিন মানুষজন সমস্যার মধ্যে ছিলেন তবে এবার কাজ হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই রাস্তার কাজের জন্য রাস্তাটি চওড়া করার প্রয়োজন রয়েছে। রয়েছে মাটি ফেলার কাজও। কিন্তু একশ দিনের কাজের টাকা বন্ধ থাকায় সেই কাজ হচ্ছে না। ফলে থমকে আছে সব। তবে রাস্তা হয়ে যাবে বলে জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এখন কবে এই রাস্তা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাথরপ্রতিমায় ৪০ বছর মাটির রাস্তায় হেঁটে ধৈর্য্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল