স্কলারশিপ নিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ওয়ার্কশপ, উদ্যোগ বিডিও-র
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: স্কলারশিপ নিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ওয়ার্কশপ, উদ্যোগ বিডিও-র। স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল হিঙ্গলগঞ্জ প্রশাসন। হিঙ্গলগঞ্জ হাইস্কুলে অনুষ্ঠিত হল একটি বিশেষ ওয়ার্কশপ, যেখানে বিস্তারিতভাবে জানান হয় কীভাবে সরকার প্রদত্ত স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এবং ফর্ম পূরণের নিয়মকানুন।
ওয়ার্কশপের মূল উদ্দেশ ছিল, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। এই কর্মশালায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী, যিনি নিজেই পুরো বিষয়টি ছাত্র-ছাত্রীদের সামনে অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন।
advertisement
advertisement
ওয়ার্কশপে স্কলারশিপের বিভিন্ন বিভাগ, আবেদন করার যোগ্যতা, অনলাইনে ফর্ম ফিলাপের ধাপগুলি, দরকারি নথিপত্র এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং হাতে-কলমে অনুশীলনের সুযোগও দেওয়া হয়। এই উদ্যোগের ফলে বহু ছাত্র-ছাত্রী উপকৃত হবে বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
উপস্থিত ছাত্র-ছাত্রীরাও জানায়, এমন উদ্যোগ আরও বেশি হলে তারা ভবিষ্যৎ নিয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 9:08 PM IST