Indian Railways: শান্তিপুর স্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির মধ্যে নাকি অন্যতম শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন৷ শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে।
শান্তিপুর: স্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাংসদ জগন্নাথ সরকারের। দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার৷ রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের উন্নয়নমুখী রেল সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেন এবং একটি স্মারকলিপি জমা দেন বলে জানা গিয়েছে৷
সূত্রের খবর, রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির মধ্যে নাকি অন্যতম শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন৷ শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘শান্তিপুর ধাম’ স্টেশন করার আর্জি নাকি জানিয়েছেন সাংসদ৷
আরও পড়ুনঃ ‘দ্য ক্যুইন এসকেপ’…দার্জিলিংয়ে জ্যোৎস্না রাতে টয়ট্রেনে রাজকীয় সফর, কবে থেকে শুরু পরিষেবা? লক্ষ লক্ষ পর্যটকদের জন্য বড় খবর
বিজেপির দাবি, শান্তিপুরের সঙ্গে ‘ধাম’ কথা জুড়ে দিলে নাকি পর্যটন ক্ষেত্রে শান্তিপুরের গুরুত্ব বাড়বে৷ সাংসদ জগন্নাথ সরকার জানান, স্মারকলিপির মাধ্যমে লিখিতভাবে নানা দাবি তিনি পেশ করেছেন৷ রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির অন্যতম হল হকারদের জন্য স্টেশন প্রাঙ্গণে স্থায়ী ও সুশৃঙ্খল হকার্স কর্নার নির্মাণ করা, শান্তিপুর-নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুত চালু করা, রানাঘাট রেল হাসপাতালমুখী লোকাল ট্রেন পরিষেবা চালু করা, রানাঘাট-বনগাঁ ডবল রেলপথের নির্মাণ কাজ সম্পূর্ণ করা, শান্তিপুর স্টেশনের নাম বদল করে ‘শান্তিপুর ধাম’ করা প্রভৃতি৷
advertisement
advertisement
রেলমন্ত্রীর দাবি, মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার৷ এই বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অবশ্য কিছুটা ব্যঙ্গাত্মক ভাবে হলেও শুভনন্দন জানিয়েছেন।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2025 8:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: শান্তিপুর স্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন







