North Bengal Trip: ‘দ্য ক্যুইন এসকেপ’...দার্জিলিংয়ে জ্যোৎস্না রাতে টয়ট্রেনে রাজকীয় সফর, কবে থেকে শুরু পরিষেবা? লক্ষ লক্ষ পর্যটকদের জন্য বড় খবর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
North Bengal Trip: শিলিগুড়ির কাছের শুকনা স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত জ্যোৎস্না রাতে চলবে এক বিশেষ টয় ট্রেন, নামকরণ হয়েছে ‘দ্য কুইন এসকেপ’। ভারতীয় রেলের অনুমোদনের অপেক্ষায় থাকা এই পরিকল্পনায় উচ্ছ্বাস ছড়িয়েছে পর্যটন মহলে।
দার্জিলিং: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবার ইতিহাসকে আধুনিকতার মোড়কে ফিরিয়ে আনতে চলেছে। শিলিগুড়ির কাছের শুকনা স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত জ্যোৎস্না রাতে চলবে এক বিশেষ টয়ট্রেন, নামকরণ হয়েছে ‘দ্য ক্যুইন এসকেপ’। ভারতীয় রেলের অনুমোদনের অপেক্ষায় থাকা এই পরিকল্পনায় উচ্ছ্বাস ছড়িয়েছে পর্যটন মহলে।
এই ‘নাইট জার্নি’র পিছনে রয়েছে এক চমকপ্রদ ঐতিহাসিক ঘটনা। একবার কোচবিহারের রাজকুমারী ও জয়পুরের মহারানী গায়ত্রী দেবী দার্জিলিংয়ের এক ব্রিটিশ আমলার আমন্ত্রণে রাতের অন্ধকারে টয়ট্রেনে চড়ে পৌঁছেছিলেন হিমালয়ের কোলে। সেই রাজকীয় সফর থেকেই অনুপ্রাণিত হয়ে এই নতুন ট্রেনটির নামকরণ ‘The Queen’s Escapade’ বা ‘দ্য ক্যুইন এসকেপ’।
আরও পড়ুনঃ হাতে প্লাস্টিকের বালতি, ছুটতে ছুটতে হাসপাতালে ঢুকলেন ব্যক্তি! বালতিতে চোখ পড়তেই ভয়ে কাঁটা চিকিৎসকরা, তারপর যা জানা গেল…
ইতিমধ্যেই এই পরিকল্পনায় আগ্রহ দেখিয়েছে রেল বোর্ড। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর রিশভ চৌধুরী জানিয়েছেন, “সবকিছু ঠিকঠাক থাকলে এই বিশেষ ট্রেন চলবে পুজোর পর কিংবা নতুন বছরের আগে। পর্যটকদের জন্য খুলে যাবে এক নতুন অভিজ্ঞতার দিগন্ত।” শুধু রাতের যাত্রা নয়, পাশাপাশি চার্টার্ড সার্ভিস চালুরও ভাবনা চলছে। অর্থাৎ পর্যটক বা ভ্রমণপ্রেমীরা নিজেদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট সময়ে বুক করতে পারবেন এই রাজকীয় ট্রেন।
advertisement
advertisement
ইউনেস্কো ঘোষিত হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দিনে ট্রেন চলার পাশাপাশি রাতের এই সফর একদিকে যেমন ইতিহাসকে স্পর্শ করবে, তেমনই দেবে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা। দেখার বিষয়, রাজকীয় ঐতিহ্যের ছায়া বয়ে আনা এই উদ্যোগ কবে বাস্তবে রূপ নেয়। তবে রেল কর্তারা আশাবাদী, এই শীতকালেই দার্জিলিংয়ের রাত আলোকিত করবে ‘দ্য কুইন এসকেপ’।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 2:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: ‘দ্য ক্যুইন এসকেপ’...দার্জিলিংয়ে জ্যোৎস্না রাতে টয়ট্রেনে রাজকীয় সফর, কবে থেকে শুরু পরিষেবা? লক্ষ লক্ষ পর্যটকদের জন্য বড় খবর