Snake Bite: হাতে প্লাস্টিকের বালতি, ছুটতে ছুটতে হাসপাতালে ঢুকলেন ব্যক্তি! বালতিতে চোখ পড়তেই ভয়ে কাঁটা চিকিৎসকরা, তারপর যা জানা গেল...

Last Updated:

Snake Bite: বিহারে অদ্ভুত ঘটনার খবর মিলেছে। বালতি নিয়ে হাসপাতালে গেলেন এক ব্যক্তি, ভিতরে উঁকি দিতেই চমকে যান চিকিৎসকরা! কী ঘটেছিল?

News18
News18
জেহানাবাদ: বিহারের জেহানাবাদ সদর হাসপাতালে ঢুকলেন এক ব্যক্তি, হাতে প্লাস্টিকের বালতি, জরুরি বিভাগের দিকে ছুটলেন দ্রুত। প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও, কিছুক্ষণেই স্পষ্ট হয়ে যায় গোটা ঘটনা। চিকিৎসক ও রোগীরা ওই ব্যক্তির হাতে থাকা বালতির ভিতরে উঁকি মারতেই চমকে ওঠেন সবাই। আসলে বালতির ভিতরে পড়েছিল একটি অর্ধমৃত সাপ। ঘটনাটি ঘটেছে আরওয়াল জেলার কুর্থা ব্লকের ইব্রাহিমপুর গ্রামে।
গ্রামের বাসিন্দা সকলদেব সাহনি শুক্রবার তাঁর জমিতে কাজ করছিলেন। হঠাৎ একটি বিষাক্ত সাপ ঝোপের আড়াল থেকে তাঁকে ছোবল মারে। সকালদেব এতে মোটেই ঘাবড়ে যাননি, বরং সাহসিকতার পরিচয় দেন। তিনি সঙ্গে সঙ্গে সাপটিকে লাঠি দিয়ে আঘাত করেন, এতে প্রায় মরে যায় সাপটি। তারপর নিজেকে একটু ধাতস্থ করে সাপটিকে একটি বালতিতে ভরে সোজা পৌঁছে যান জাহানাবাদ সদর হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ আটা, ময়দা মাখার সময় মেশান ‘এক’ চামচ ঠান্ডা জিনিস, সামান্য তেলও শোষণ করবে না! প্রতিটি লুচি ফুলবে বলের মতো, থাকবে তুলতুলে নরম, রইল দারুণ টোটকা
সকলদেব হাসপাতালে পৌঁছতেই জরুরি বিভাগে থাকা চিকিৎসককে বললেন, “ডাক্তার সাহেব, এটিই আমাকে কামড়েছে। রোগীকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, রোগী সময়মতো হাসপাতালে পৌঁছে যান এবং সাপটিকে শনাক্ত করার ফলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি বিচক্ষণ পদক্ষেপ হলেও সাপ হাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় না, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।,
advertisement
advertisement
ঘটনার পর হাসপাতাল চত্বরে ভিড় ছিল। সকলদেব সাহনির সাহস ও প্রত্যুৎপন্নমতিত্বের প্রশংসা করেন সকলে। হাসপাতালের বাইরে উপস্থিত তাঁর গ্রামের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সকলদেব নির্ভীক। এদিন যেভাবে সাপ ধরার ঝুঁকি নেন, তা কোনও সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। এদিন সাপে কামড়ালে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে পৌঁছনোর কথা বলেন। পাশাপাশি, সম্ভব হলে যে সাপে কামড়েছে, তার ছবি তুলে নিন, যা চিকিৎসায় সাহায্য করতে পারে।
বাংলা খবর/ খবর/দেশ/
Snake Bite: হাতে প্লাস্টিকের বালতি, ছুটতে ছুটতে হাসপাতালে ঢুকলেন ব্যক্তি! বালতিতে চোখ পড়তেই ভয়ে কাঁটা চিকিৎসকরা, তারপর যা জানা গেল...
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement