পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নদীর তীরবর্তী বড়া, কাঁটাপাল, অন্ত্রী সহ একাধিক এলাকার মানুষজন কৃষি কাজের উপর নির্ভরশীল। এখানের উর্বর মাটিতে ফলে কুমড়ো, ঝিঙ্গা, পটলসহ একাধিক সবজি। তবে প্রবল বৃষ্টির কারণে সবজির ক্ষেতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। যার কারণে নষ্ট হয়ে যায় গাছ। মাঠে পচে গিয়েছে কুমড়ো। ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। ভেঙে গিয়েছে ঝিঙ্গা, পটলের মাচা। স্বাভাবিকভাবে বেশ কয়েকশো বিঘা, ক্ষয়ক্ষতি হয়েছে এই সবজির চাষে।
advertisement
প্রসঙ্গত এই এলাকায় উৎপাদিত সবজি রফতানি হয় জেলা ছাড়িয়ে ভিন জেলাতে। অনেকেই ধার করে এই চাষাবাদ করেন। ধান চাষের পরিবর্তে এই চাষ অত্যন্ত লাভজনক। এবারেও লাভের আশায় তারা সবজির চাষ করেছিলেন। তবে প্রবল বৃষ্টিতে বিপদ নেমে আসে তাদের।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সামাল দিতে বর্তমানে তারা সেই জমিতেই ধান গাছ লাগিয়েছেন। স্বাভাবিকভাবে ক্ষতি সামাল দিতে ধানের উপর ভরসা রাখছেন কৃষকেরা। তবে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এই জায়গায়।





