TRENDING:

Uttarkashi Tunnel Rescue: টানা ১৭ দিন পর হাড়ি চড়ল জয়দেবদের বাড়িতে, আজ বাবার হাতে শুধুই মাংস-ভাত

Last Updated:

Uttarkashi Tunnel Rescue: এক প্রকার নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল পরিবারের লোকজন। অবশেষে স্বাভাবিক হল সবটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: উত্তরকাশীর সিল্কিয়ারার টানেলে গত ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিক অবশেষে উদ্ধার হয়েছেন। র‍্যাট হোল মাইনিং পদ্ধতিতে গর্ত খুঁড়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছন উদ্ধারকারীরা। দেশবাসীর উৎকন্ঠার অবসান হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার। ছেলেরা টানেল থেকে বেরিয়ে আসছেন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হুগলির পুরশুড়ার জয়দেব পরামানিকের পরিবার।
advertisement

হুগলির পুরশুড়ার হরিণখোলা গ্রামে জয়দেব গত ১২ তারিখ উত্তরকাশীতে সুড়ঙ্গে কাজ করতে গিয়ে আটকে পরেছিলেন। তখন থেকেই উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কেটেছে সবার। অবশেষে মঙ্গলবার ৭.৫৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রথম একজন শ্রমিক মাইক্রো টানেল থেকে বেরিয়ে আসতেই চোখ মুখ পাল্টে যায় পরিবার পরিজনদের। এক প্রকার নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিল পরিবারের লোকজনের। অসুস্থ হয়ে পড়েছিলেন জয়দেবের মা। কীভাবে দীর্ঘ ১৭ দিন অন্ধকারাচ্ছন্ন জায়গায় দিন কাঠিয়েছেন তা ভাবতেই এখনও উৎকণ্ঠা বাড়ে পরিবারের।

advertisement

আরও পড়ুন: ‘বিড়ি’ খেয়েই কমবে খুশখুশে কাশি! অবাক লাগছে? ম্যাজিক ঘরোয়া টিপস

যদিও শেষমেশ উদ্ধার হন তাঁরা সকলেই। হাসি ফোটে পরিবারের মুখে। মঙ্গলবার সকালে বাজারে গিয়ে মুরগির মাংস কিনে আনে জয়দেবের বাবা তপন পরামানিক। বুধবার তিনি নিজের হাতেই মাংস রান্না করছেন। জয়দেবের বাবা তপন বাবু জানান, ‘দীর্ঘ ১৭ দিন বাড়িতে হাড়ি চড়েনি, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। স্ত্রীর মানসিক অবস্থা ভাল ছিল না। যদিও প্রতিবেশীরা খাবার কথা বলেছিলেন কিন্তু যেখানে ছেলে আটকে রয়েছে আমরা বাবা মা হয়ে খাব কী করে। ছেলে গতকাল অন্ধকূপ থেকে বেরিয়েছে। এখন আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি। তাই আজ সকালে বাজারে গিয়ে মাংস এনেছি, ছেলেটা মাংস খেতে ভালোবাসে।’

advertisement

View More

আরও পড়ুন: বিয়ের পরই বদল, ফেসবুকের ডিপি পাল্টে কার ছবি রাখলেন পরমব্রতর স্ত্রী পিয়া? দেখুন

যদিও ছেলে এখনও বাড়ি ফেরেনি হাসপাতালেই রয়েছেন, সকালেই ছেলের সঙ্গে কথা হয়েছে বাড়ির সদস্যদের। ‌যেদিন বাড়ি ফিরবে সেদিন বাবা ছেলেকে নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবেন। জয়দেবের মা তপতী পরমানিক জানান, সকালেই ছেলের সঙ্গে কথা হয়েছে, তবে সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা এখনও কিছু জানাননি। কয়েকটা দিন খুব উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কেটেছে পরামানিক পরিবারের।

advertisement

রাহী হালদার

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Uttarkashi Tunnel Rescue: টানা ১৭ দিন পর হাড়ি চড়ল জয়দেবদের বাড়িতে, আজ বাবার হাতে শুধুই মাংস-ভাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল