Dry Cough Remedy: 'বিড়ি' খেয়েই কমবে খুশখুশে কাশি! অবাক লাগছে? ম্যাজিক ঘরোয়া টিপস

Last Updated:

Dry Cough Remedy: শুকনো কাশি কমাতে ওষুধের পাশাপাশি ভরসা করা যেতে পারে ঘরোয়া কিছু টোটকার উপর। যেমন তেজপাতার বিড়ি।

এই বিড়ি খেলেই কমবে কাশি!
এই বিড়ি খেলেই কমবে কাশি!
কলকাতা: সারাক্ষণ খুশখুশে কাশি হয়েই চলেছে। রাতে শোয়ার সময় সারাক্ষণ গলায় কী যেন সুড়সুড় করছে। চিকিৎসকদের মতে, আবহাওয়া পরিবর্তনের সময়ে এই সমস্যা যেমন কষ্ট দেয়, তেমনই গরমে ঘাম থেকেও বুকে সর্দি বসতে পারে। কিছু ক্ষেত্রে বুকে কফ বসে এমন পরিস্থিতি হয় যে রীতিমতো শ্বাসকষ্ট হতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই কাফ সিরাপ খেয়ে থাকেন। এই ধরনের ওষুধে সাময়িক আরাম মিললেও তা বেশি ক্ষণ স্থায়ী হয় না। তাই ওষুধের পাশাপাশি ভরসা করা যেতে পারে ঘরোয়া কিছু টোটকার উপর। যেমন তেজপাতার বিড়ি।
তেজপাতাতেই কমবে শ্বাসকষ্ট ও খুশখুশে কাশি। তার জন্য সকাল সন্ধে খেতে হবে তেজপাতার তৈরি বিড়ি। এটি কাশি কমানোর জন্য একটি ঘরোয়া টোটকা। তেজপাতা কাশি সারিয়ে তোলে তা কমবেশি অনেকেরই জানা। কিন্তু সকলেই গরম চায়ে ফুটিয়ে খায় বা খাবারের মধ্যে দিয়ে থাকেন। কিন্তু খুব দ্রুত যদি কাশি কমাতে হয় তাহলে এই টোটকা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।
advertisement
আরও পড়ুন: ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়? খোসা ছাড়াতে হিমশিম! সমাধানের সহজ টিপস
তেজপাতা খুব সহজেই রেস্পিরেটরি সিস্টেমকে পরিষ্কার করে। সর্দি হোক বা কাশি, তেজপাতা দ্রুত সারিয়ে তুলতে পারে। তেজপাতার বিড়ি বানিয়ে না খেতে পারলেও জলে ৪ থেকে ৫টি তেজপাতা ফুটিয়ে অল্প ঠাণ্ডা করে খেতে পারেন। বা একটা কাপড়ে ভিজিয়ে বুকে সেঁকও দিতে পারেন। দু’টি তেজপাতা নিন। একটার উপর আরেকটি রাখুন। এবার আসতে আসতে সরু করে মুড়ে ফেলুন (বিড়ির মতো করে)। এরপর একটা সুতো দিয়ে বেঁধে নিন।
advertisement
advertisement
রোল করা তেজপাতাটির মাথা আগুন ধরিয়ে নিভিয়ে দিন। এরপর পিছন দিকে মুখ লাগিয়ে আসতে আসতে করে ধোঁয়া টানুন। যাদের ধূমপানের অভ্যাস নেই তারা খুব সাবধানে ধোঁয়া টানবেন। তবে তেজ পাতা বিড়ি কখনই শিশুদের কাশি কমাতে ব্যবহার করবেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dry Cough Remedy: 'বিড়ি' খেয়েই কমবে খুশখুশে কাশি! অবাক লাগছে? ম্যাজিক ঘরোয়া টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement