Piya Chakraborty: বিয়ের পরই বদল, ফেসবুকের ডিপি পাল্টে কার ছবি রাখলেন পরমব্রতর স্ত্রী পিয়া? দেখুন

Last Updated:

Piya Chakraborty: সোমবার বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের পরদিনই অবশ্য হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া।

পরমব্রত ও পিয়া বিয়ের দিন
পরমব্রত ও পিয়া বিয়ের দিন
কলকাতা: বিয়ের পরই ফেসবুকের ডিসপ্লে পিকচার বা ডিপি বদলে ফেললেন পিয়া চক্রবর্তী। এতদিন প্যালেস্তাইনের ব্যাপারে কথা চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে প্রতিবাদের ছবি রাখা ছিল। বুধবার সেই ছবি বদলে নিজের বিয়ের ছবি রাখলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের নববধূ স্ত্রী পিয়া। লাল-সাদা শাড়ি ও সোনার গয়নার সাজে দেখা যাচ্ছে পিয়াকে।
গত সোমবার বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের পরদিনই অবশ্য হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া। গত ২৭ নভেম্বর সকলকে অবাক করে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একদম ‘ক্লোজড ডোর’ রিসেপশনে হাজির হয়েছিলেন পরমব্রত-র প্রিয়জনেরা।
advertisement
আরও পড়ুন: ‘সেই দিনটা…’, অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে ‘সেই’ দিনে
সোমবার সন্ধ্যায় ভবানীপুরে বসেছিল সেলিব্রেশন। প্যাস্টেল বেনারসিতে সেজে ঝলমল করছিলেন পিয়া। কিন্তু আচমকাই অসুস্থবোধ করেন তিনি। মাঝরাতে কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরদিন দুপুরেই ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তাঁর কিডনিতে দিনকয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তাঁর।
advertisement
হাসপাতাল সূত্রে খবর, রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। ঘন্টাখানেক ধরে চলে গোটা প্রক্রিয়া। পিয়া এখন একদম স্থিতিশীল রয়েছেন। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা স্পষ্ট নয়। অসুস্থ স্ত্রীকে সারাক্ষণ আগলে রাখছেন পরমব্রত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Piya Chakraborty: বিয়ের পরই বদল, ফেসবুকের ডিপি পাল্টে কার ছবি রাখলেন পরমব্রতর স্ত্রী পিয়া? দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement