Parambrata Chatterjee Piya Chakraborty: 'সেই দিনটা...', অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে 'সেই' দিনে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee Piya Chakraborty : শহরজুড়ে যেন প্রেমেরই মরশুম... হ্যাঁ, সোমবার সকাল থেকে শহরের আকাশে-বাতাসে প্রেম ছড়িয়ে দিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ের খবর।
কলকাতা: শহরজুড়ে যেন প্রেমেরই মরশুম… হ্যাঁ, সোমবার সকাল থেকে শহরের আকাশে-বাতাসে প্রেম ছড়িয়ে দিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ের খবর। টলিউডের অন্যতম এলিজেবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করছেন পিয়া চক্রবর্তীকে।
গায়ক-সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া পেশায় মানসিক স্বাস্থ্যকর্মী-সমাজকর্মী-গায়িকা। খুবই গোপনীয়তা বজায় রেখে সোমবার রেজিস্ট্রি বিয়ে করবেন পরমব্রত ও পিয়া। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে টলিউডের কেউ নাকি নিমন্ত্রিতও নন সেই বিয়েতে। এককথায় বলতে গেলে ‘ক্লোজড ডোর’ বিয়ে পরম-পিয়ার। পরমব্রত ও পিয়ার প্রেম কীভাবে হল? তাঁদের আলাপই বা কোথায়?
আরও পড়ুন: রোজ একটা করে ডিম খেলে স্বাস্থ্যের এই উপকারগুলি হবেই, জানুন
কয়েকবছর আগেও সবাই জানত পরমব্রত চট্টোপাধ্যায় একা নন। বিদেশিনী চিকিৎসকের সঙ্গে পরমের মাখোমাখো প্রেম কারুর অজানা ছিল না। নেদারল্যান্ডের ইকার সঙ্গে পরমব্রত সম্পর্কে করোনাকালেই ভেঙে যায়। এরপর আচমকাই পরমের জীবনে আসেন পিয়া চক্রবর্তী। সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরমব্রতর ঘনিষ্ঠতা নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন শুরু হয়। এমনকী অনুপম-পিয়ার বিয়ে ভাঙার নেপথ্যের কারণটিও পরমব্রত চট্টোপাধ্যায়, এমন কথাও শোনা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: নখ, নখের পাশের চামড়া দাঁত দিয়ে কেটে ফেলেন? এক মারাত্মক রোগের শিকার আপনি, জানুন
শোনা যায়, কোভিড-ইয়াস নিয়ে ত্রাণ বিলি করতে গিয়ে জমে উঠেছিল পরমব্রত-পিয়ার বন্ধুত্ব। সেই সত্যিটাও মেনে নেন পরমব্রত। আর সেই বন্ধুত্ব লুকিয়েও রাখতে চান না পরম। সাফ বলেন, ‘আমরা তো ছবিও দিয়েছি…. আমি (ডিভোর্সের) কারণ হওয়া এটা সরলরেখায় বানানো সমীকরণ নয়’। সমস্ত গুঞ্জন শেষে আজ পরমব্রত ও পিয়ার বিয়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 1:55 PM IST