Preity Zinta Scandal: আন্ডারওয়ার্ল্ড যোগ-জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা-IPL ম্যাচে হাতাহাতি! প্রীতির জীবনের এই ঘটনা জানলে শিউরে উঠবেন

Last Updated:

Preity Zinta Scandal: ভাল অভিনয়ের সুখ্যাতির পাশাপাশি বিতর্কও সঙ্গী হয়েছে এই সুন্দরীর। তিনি প্রীতি জিন্টা।

বিতর্কে ভরা জীবন প্রীতি জিন্টার
বিতর্কে ভরা জীবন প্রীতি জিন্টার
কলকাতা: সদ্য তাঁর অন্যতম সেরা ছবি ‘কল হো না হো’-র ২০ বছর পূর্ণ হল। বলিউডের অনেকেই বলেন, তাঁর মতো স্পষ্টবাদী নায়িকা ইন্ডাস্ট্রিতে কমই আছেন। ভাল অভিনয়ের সুখ্যাতির পাশাপাশি বিতর্কও সঙ্গী হয়েছে এই সুন্দরীর। তিনি প্রীতি জিন্টা। মডেল থেকে অভিনেত্রী, আইপিএল দলের মালকিন প্রীতির নামে বিতর্ক ও গুঞ্জনও কম ছড়ায়নি। সাহিত্যপ্রিয় প্রীতি ইংরেজিতে সাম্মানিক স্নাতক হন।
এর পর স্নাতকোত্তর করেন অপরাধ মনস্তত্ত্বে। বন্ধুর জন্মদিনে গিয়ে হঠাৎই নজের পড়ে যান বিজ্ঞাপন নির্মাতার। তার পরই সুযোগ চকোলেটের বিজ্ঞাপনে। এর পর মডেলিং-এর জগতে নিজের জায়গা করে নেন প্রীতি। তাঁর করা বিজ্ঞাপনের মধ্যে লিরিল সাবানের বিজ্ঞাপন খুবই জনপ্রিয় হয়। তারপরই সিনেমায় চলে আসেন ধীরে ধীরে। প্রীতি ‘হর দিল জো প্যায়ার করেগা’ ছবিতে অভিনয় করেন সলমন খানের সঙ্গে। এই সময়েই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে তোলপাড় হয় বলিউড। প্রীতি অভিনীত ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে আন্ডারওয়ার্ল্ডের যোগ ছিল বলে অভিযোগ ওঠে। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় বলিউডের তাবড় তারকাকে। কিন্তু কেউ স্বীকার করেননি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক।
advertisement
advertisement
আরও পড়ুন: পাতে তেজপাতা পড়লে ফেলে দেন, না পাতায় লেগে থাকা খাবার চেটে খান? জরুরি কথা জানুন
একমাত্র প্রীতি স্বীকার করেন, তিনি আন্ডারওয়ার্ল্ডের থেকে ফোন পেয়েছেন। তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছিল বলেও দাবি করেন। কেরিয়ারের স্বর্ণশিখরে থাকার সময়েই প্রীতির সঙ্গে এক পার্টিতে আলাপ হয় নেস ওয়াদিয়ার। বিখ্যাত শিল্পপতির সঙ্গে প্রীতির আলাপ প্রেমে বদলে যেতে সময় লাগেনি। নেসের সঙ্গে মিলে কিনে ফেলেন আইপিএল দল। সবাই যখন তাঁদের বিয়ের দিন গুনছেন, খবর এল জুটি ভেঙে গিয়েছে। সম্পর্ক ভাঙলেও তাঁদের ব্যবসা একসঙ্গেই ছিল। কিন্তু সেটাতেও ভাঙন ধরল। ২০১৪ সালে নেসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন প্রীতি।
advertisement
সে বছর কিংস ইলেভেন পঞ্জাব এবং চেন্নাই সুপারকিংস-এর ম্যাচ ঘিরে ঝামেলার সূত্রপাত। প্রীতি তাঁর বন্ধুদের নিয়ে ভিআইপি বক্সে খেলা দেখছিলেন। সে সময় নেস-ও তাঁর পরিবার নিয়ে ওই বক্সে আসেন। কিন্তু কোনও আসন না থাকায় দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তাঁদের হাতাহাতিও। এর পরেই প্রীতি অভিযোগ করেন নেসের বিরুদ্ধে। সেইসঙ্গে তুলে আনেন অনেক পুরনো ঘটনাও। তাঁর অভিযোগ, এর আগেও নেস তাঁর উপর নির্যাতন করেছেন। জ্বলন্ত সিগারেট চেপে ধরেছেন মুখে। ঘরে তালাবন্ধ করে রেখেছেন। যদিও নেস সব অভিযোগ অস্বীকার করেন। এর পর তাঁদের সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। নেসের সঙ্গে বিচ্ছেদের পরে প্রীতি ছবিতে অভিনয়ও ছেড়ে দেন। শুধুই মন দেন ব্যবসায়। ২০১৬ সালে তিনি বিয়ে করেন জেন গুডএনাফকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Preity Zinta Scandal: আন্ডারওয়ার্ল্ড যোগ-জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা-IPL ম্যাচে হাতাহাতি! প্রীতির জীবনের এই ঘটনা জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement