এই সবজিগুলো খেলেই মাথায় ওঠে ‘ফিতাকৃমি’! ঘিলু ছেঁচে খায়…অসহ্য যন্ত্রণা, বমি! কী ভাবে টের পাবেন?
এমন এক শিশুকন্যার জন্ম দিলেন মা, ভয়ে ‘চিৎকার’ করে উঠলেন নার্স! দেখে হতবাক ডাক্তার…! এমনও সম্ভব?
স্কুল সূত্রে খবর, প্রতিদিনের মতন স্কুল চলছিল, সঙ্গে চলছিল মিড ডে মিলের রান্না। যে প্রেসার কুকার বিস্ফোরণ করে বিপত্তি হয়েছে সেই প্রেসার কুকারেই প্রতিদিন রান্না হয়। আজ ঘুগনি করার জন্য মটর শুটি সিদ্ধ করার কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দ করে বার্স্ট করে প্রেসার কুকারটি। রান্নার জায়গায় এই সময় উপস্থিত ছিলেন মিলি দত্ত ও আরতী লোহার নামের দুই মিডডে মিল কর্মী। তাঁরাই গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনের মুখ ও হাতের বেশ কিছু অংশ বিস্ফোরণের তাপে পুড়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁদের নিয়ে আসেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।
advertisement
ত্বকের ‘মরা গাঙে বান’ আসবে! কোনও ক্রিম নয়, এই ১ পাতায় ১০০ ওষুধের গুণ! গরমেও মুখ হবে ‘আয়না’
আপনার কি ‘সুগার’ আছে? ছোট্ট এই কাজ করুন…ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে আসবে রক্তের শর্করা!
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চ্যাটার্জী জানান, বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখতে পান দুই মহিলা আহত হয়েছেন। প্রেসার কুকার বার্স্ট করার ফলে রান্নার গ্যাসটিও নষ্ট হয়ে গেছে। বাকি অন্য কর্মীদের কিছু হয়নি। সমস্ত ছাত্রছাত্রী সকলেই সুরক্ষিত। যে দুই জন আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে।
রাহী হালদার