পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই গ্রামে রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে হানা দিল চোরেরা। স্থানীয় সূত্রে জানা যায় মধুসূদন বেরা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় চোরেরা। এই বাড়ির দরজার তালা ভেঙে। সোনার চেন, সোনার শাখা, কানের দুল, সোনার বালা সহ একাধিক সোনার গহনা চুরি যায়। যার বাজার মূল্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা। এর পাশাপাশি ওই বাড়ি থেকে চুরি যায় কয়েক হাজার নগদ টাকা। অন্যদিকে প্রদ্যুৎ মণ্ডল নামে আরও এক ব্যক্তির বাড়িতে চুরি করে নিশি কুটুম্বের দলেরা। তবে তাদের বাড়িতে কে কিছু না পেয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় চোরেরা।
advertisement
এলাকাবাসীরা জানান, প্রদ্যুৎ মণ্ডল ও মধুসূদন বেরা দুজনেই সম্পর্কে বেয়াই হন। প্রদ্যুৎ মন্ডলের ছেলের সঙ্গে মধুসূদন বেরার মেয়ের বিয়ে হয়েছে। সম্প্রতি প্রদ্যুৎ মণ্ডলের নাতি হয়েছে। কর্মসূত্রে প্রদ্যুতের ছেলে থাকেন বনগাঁতে। সেখানেই নাতিকে দেখতে গিয়েছিলেন প্রদ্যুৎ মণ্ডলের পরিবার ও মধুসূদন বেরার পরিবার। আর সেই ফাঁকেই দুটি বাড়িতে নিজেদের কার্যসিদ্ধি করে চোরেরা। এলাকাবাসী জানেন সম্প্রতি ওই এলাকায় পরপর বাড়িতে চুরি হচ্ছে। এলাকাবাসীরা নিজেরাই রাত পাহারার কাজ করছেন। তারপরও এই চুরি রীতিমত আতঙ্কে ফেলেছে এলাকাবাসীদের।
আরও পড়ুনঃ Digha: দিঘার উত্তাল সমুদ্রে ভয়ঙ্কর-কালো-বিশালাকার ওটা কী? জেনে নিন বিস্তারিত
এলাকার এক বাসিন্দা জানান,’এলাকায় চুরির ঘটনা বাড়তে থাকায়, নিজেরাই রাত জেগে এলাকা পাহারা দেওয়ার সিদ্ধান্ত হয়। সেইমত চুরির দিন রাত্রি দুটো পর্যন্ত পাহারার কাজ করছিল এলাকাবাসী। কিন্তু তারপরেই এই ঘটনা ঘটে।’ পর পর চুরির ঘটনায় তদন্ত করছে তমলুক থানার পুলিশ। তমলুক থানার পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত এই ঘটনায় কারোরই খোঁজ পাওয়া যায়নি। তবে তদন্ত জারি রয়েছে। অন্যদিকে খারুই গ্রামে একাধিক ঘরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।





