TRENDING:

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা...বর্ধমানে রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত মেমারির যুব তৃণমূল সভাপতি-সহ ৪

Last Updated:

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম মেমারী শহর যুব তৃণমূলের সভাপতি ফারুক আবদুল্লা-সহ ৪ জন।বর্ধমান-আরামবাগ ৭ নং রাজ্য সড়কের রায়না থানার মিরেপোতা বাজার এলাকার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়না, সায়নী সরকার: সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম মেমারী শহর যুব তৃণমূলের সভাপতি ফারুক আবদুল্লা-সহ ৪ জন। বর্ধমান-আরামবাগ ৭ নং রাজ্য সড়কের রায়না থানার মিরেপোতা বাজার এলাকার ঘটনা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়না থানার পুলিশ।
গাড়ির ছবি 
গাড়ির ছবি 
advertisement

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ি করে আরামবাগ অভিমুখে যাচ্ছিলেন মেমারী শহর যুব তৃণমূলের সভাপতি ফারুক আবদুল্লাহ-সহ আরও ৩ জন। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাদের গাড়ি রাস্তার পাশে রাখা একটি বাইকে ধাক্কা মারে পরে ধাক্কা মারে কালভার্টে।

দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্ৰস্থ হয়। গুরুতর আহত হন ফারুক আবদুল্লাহ ও গাড়িতে থাকা আরও ৩ জন।আহতদের উদ্ধার করে বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয়।

advertisement

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে।

আরও পড়ুন: সূর্য-বৃহস্পতির শক্তিশালী যোগ! ২৪ ঘণ্টা পর থেকেই ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, সৌভাগ্যের বন্ধ দরজা খুলবে, বাম্পার লাভ

মিরাজ আলী মল্লিক বলেন,পিছন থেকে একটি বাস দ্রুত গতিতে আমাদের গাড়িটিকে ওভারটেক করে। আমাদের গাড়ির সামনে একটি ছোট হাতি গাড়ি ছিল বাসটি দ্রুত গতিতে ওভারটেক করার ফলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। রাস্তার পাশে নেমে যায় গাড়িটি এবং প্রথমে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা লাগে। পরে কাল মাঠে ধাক্কা মেরে গাড়িটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
আরও দেখুন

তপন মালিক জানালেন, গাড়িটা নির্জন হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। রাস্তার পাশে আমার বাইকটি দাঁড় করানো ছিল গাড়িটি এসে প্রথম আমার বাইকটিতে মারে এবং তারপরে গিয়ে কালভার্টে ধাক্কা মারে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা...বর্ধমানে রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত মেমারির যুব তৃণমূল সভাপতি-সহ ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল