Agriculture News: লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! অল্প পরিচর্যাতেই ব্যাপক ফলন, বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা

Last Updated:

Agriculture News: ফাঁকা পড়ে থাকা যেকোনও জায়গায় চাষ হবে এই বিশেষ ফসল। সারাবছর অন্যান্য ফল, ফসল চাষ করলেও বিকল্প এই চাষ অতিরিক্ত আয়ের পথ দেখিয়েছে বলে জানান কৃষক মোবারক নাদাব।

+
কুলথি

কুলথি ডাল চাষ

মালদহ, জিএম মোমিনঃ ফসলি জমি বা ক্ষেত নয়, ফাঁকা পড়ে থাকা যেকোনও জায়গায় চাষ হবে এই বিশেষ ফসল। ব্যাপক চাহিদা বাজারে। অল্প সময়েই ব্যাপক পরিমাণে ফলন হয়। পুরুলিয়া, বাঁকুড়ায় ব্যাপক পরিমাণে প্রচলিত এই ফসল হল কুলথি ডাল। এবার বিশেষ এই ডাল চাষ করে নজর কাড়লেন মালদহের এক কৃষক।
রাস্তার ধারে পড়ে থাকা প্রায় দুই বিঘা ফাঁকা জমির উপর সফলভাবে চাষ করলেন কুলথি ডাল। মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার কৃষক মোবারক নাদাব। সারাবছর অন্যান্য ফল, ফসল চাষ করলেও বিকল্প এই চাষ অতিরিক্ত আয়ের পথ দেখিয়েছে বলে জানান কৃষক মোবারক নাদাব।
আরও পড়ুনঃ আচমকা খড়ের গাদায় আগুন! ঝলসে মৃত্যু ফুটফুটে দুই শিশুর, গ্রাম জুড়ে শোকের ছায়া
তিনি জানান, “ভাদ্র মাসের শেষের দিকে ফাঁকা এই জমিতে রোপণ করেছিলেন কুলথি ডাল। রোপণ করার তিন দিনের মধ্যে বড় হতে শুরু করে এই ফসল। প্রায় তিন মাস নিয়মিত পরিচর্যার পর ব্যাপক পরিমাণে ফলন হয়েছে। পর্যাপ্ত পরিমাণে বড় হয়েছে, সামনের মাসেই ফসল তুলে নেওয়া হবে।”
advertisement
advertisement
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূশয়ান্ত কুমার রাঘব জানান,‌ “উঁচু এবং ব্যবহারহীন যেকোনও জমিতে এই ফসল উৎপাদন করা যায়। মূলত রবি মরশুমে এই ডাল চাষ করে থাকেন কৃষকরা। অতিরিক্ত পরিমাণ ফলনের জন্য বৈজ্ঞানিক ও জৈবিক পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন। প্রতি হেক্টরে ২০ কেজি টিএপি, ১০ কেজি পটাশ এবং ফুল আসার আগে জল স্প্রে করলে ভাল ফলন আসবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলা জুড়ে সাধারণত সারা বছরই ফসলি জমি এবং বাগানে বিভিন্ন রকম চাষ দেখা দেয়। তবে ফাঁকা অব্যবহারযোগ্য জমিতে বিশেষ এই কুলথি ডাল চাষ করে নজর কেড়েছেন মালদহের কৃষক। বাজারে এই কুলথি ডালের ব্যাপক চাহিদা রয়েছে। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর এই ডাল। তাই কৃষিক্ষেত্রে বিকল্প এই চাষ আয়ের নতুন দিশা দেখাচ্ছে জেলার কৃষকদের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! অল্প পরিচর্যাতেই ব্যাপক ফলন, বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement