আরও পড়ুন: দেড় ইঞ্চির রামমন্দির বানিয়ে চমক
সেরকমই একজন নদিয়ার কল্যাণীর ৩ নং ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা । সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ভারত থেকে প্রথম হয়েছেন। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপিড়তার প্রভাব। বহুবার সমাজের ব্যঙ্গ চক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানী হয়েছে। তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায়।
advertisement
আরও পড়ুন: সন্তান স্কুলে এলেই এসএমএস যাবে অভিভাবকের ফোনে! সরকারি স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্সের কামাল
তবে সৃজা জানাচ্ছেন তার মত সমাজে যারা রুপান্তরকামীরা রয়েছেন তারা যেন হেরে না যান। লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হয়ে দেখানোটাই আসল লক্ষ হওয়া উচিৎ । তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। তারা জানাচ্ছেন, প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও ,বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক।
Mainak Debnath