Ayodhya Ram Mandir: দেড় ইঞ্চির রামমন্দির বানিয়ে চমক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
নদিয়ার এই শিল্পী অযোধ্যার রাম মন্দিরের আদলে দেড় ইঞ্চির রাম মন্দির ও বজরংবলীর মূর্তিও তৈরি করেছেন। মানিকবাবু রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা
নদিয়া: অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দির। আর সেই আবেগের ঢেউ আছড়ে পড়েছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ দেশের সর্বত্র। এমন সময়ই রাতদিন এক করে চার-পাঁচ দিনের প্রচেষ্টায় হাফ ইঞ্চির রাম মূর্তি তৈরি করলেন রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ।
আরও পড়ুন: অন্ধকার ঘুচে আলোয় ফিরবে ঘোড়ামারা
নদিয়ার এই শিল্পী অযোধ্যার রাম মন্দিরের আদলে দেড় ইঞ্চির রাম মন্দির ও বজরংবলীর মূর্তিও তৈরি করেছেন। মানিকবাবু রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা। তাঁর তৈরি ক্ষুদ্র রামের মূর্তি ও রাম মন্দিরটি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছা থাকলেও পরিস্থিতির প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান মানিকবাবু। তবে ভবিষ্যতে কোনও মিউজিয়ামে তাঁর তৈরি এই ক্ষুদ্র রাম মন্দির ও রামের মূর্তিটি সংরক্ষণ করা হলে খুশি হবেন বলে জানিয়েছেন এই শিল্পী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য সাড়ম্বরের উদ্বোধন করা হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। তবে এই ঘটনা উপলক্ষে রানাঘাটের মিনিয়েচার আর্টিস্ট মানিক দেবনাথের সৃষ্টি সত্যিই অন্যরকম তা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। তাঁর এই কাজ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 7:23 PM IST