দুটি ট্রেনই লাইনচ্যুত হয়েছে। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। যাত্রী না থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।
advertisement
জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, দূরপাল্লার দুটি ট্রেন পদ্মপুকুর রেল ইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। ট্রেন দুর্ঘটনার জেরে সৃষ্টি হয়েছে প্রবল যানজট। দূর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক যানজটের পরিস্থিতি। যানজট ছড়িয়ে পড়ে কোনা এক্সপ্রেস ওয়েতেও।
দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচলও। দক্ষিণ-পূর্ব রেলের এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন পরিষেবা। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে যায়। রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে ইঞ্জিনিয়ররাও সকলে ঘটনাস্থলে যান। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন: শীতে ক’দিন টানা স্নান না করলে ক্ষতি নেই? রোজ স্নান করা কি আদৌ ভাল? ভুল জেনেই রোগের আখড়া হচ্ছে শরীর
প্রসঙ্গত, কিছুদিন আগেই পারাদ্বীপ স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। মালগাড়ির শেষ দুটি কামরা বেলাইন হয়ে যায়। মালগাড়ির দুটো কামরাকে লাইনে ফেরাতে বেশ বেগ পেতে হয় রেলকর্মীদের। যদিও এই ঘটনায় সেভাবে বিঘ্নিত হয়নি রেল চলাচল।
