Viral Bank Pay In Slip: ‘আমি স্বামীর সঙ্গে...’ ব‍্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েছিলেন মহিলা, স্লিপে এসব কী লিখেছেন? চক্ষু চড়কগাছ সকলের! ঝড়ের গতিতে ভাইরাল ছবি

Last Updated:
Viral Bank Pay In Slip:সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার পে ইন স্লিপ। টাকার অঙ্কের এসব কি লিখেছেন মহিলা? দেখেই চক্ষু চড়কগাছ সকলের।
1/9
টাকা রাখার সবচেয়ে সুরক্ষিত জায়গা হল ব‍্যাঙ্ক। কমবেশি প্রত‍্যেককে কখনও না কখনও টাকা তোলা বা জমা দেওয়ার কাজে ব‍্যাঙ্কে যেতেই হয়। ব‍্যাঙ্কে যাঁরা নিয়মিত যান, তাঁর একটি নথির সঙ্গে বহুল পরিচিত। আর তা হল  পে ইন স্লিপ।
টাকা রাখার সবচেয়ে সুরক্ষিত জায়গা হল ব‍্যাঙ্ক। কমবেশি প্রত‍্যেককে কখনও না কখনও টাকা তোলা বা জমা দেওয়ার কাজে ব‍্যাঙ্কে যেতেই হয়। ব‍্যাঙ্কে যাঁরা নিয়মিত যান, তাঁর একটি নথির সঙ্গে বহুল পরিচিত। আর তা হল পে ইন স্লিপ।
advertisement
2/9
সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার পে ইন স্লিপ। টাকার অঙ্কের এসব কি লিখেছেন মহিলা? দেখেই চক্ষু চড়কগাছ ব‍্যাঙ্ক কর্মীদের।
সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার পে ইন স্লিপ। টাকার অঙ্কের এসব কি লিখেছেন মহিলা? দেখেই চক্ষু চড়কগাছ সকলের।
advertisement
3/9
@smartprem19 একটি ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্ট পোস্ট করা হয়েছে ওই মজার ঘটনা। যেখানে এক মহিলার ডিপোজিট স্লিপের ছবি দৃশ্যমান। ওই স্লিপেই লেখা এমন কিছু কথা, যা দেখে হতভম্ব নেটিজেনরা।
@smartprem19 একটি ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্ট পোস্ট করা হয়েছে ওই মজার ঘটনা। যেখানে এক মহিলার ডিপোজিট স্লিপের ছবি দৃশ্যমান। ওই স্লিপেই লেখা এমন কিছু কথা, যা দেখে হতভম্ব নেটিজেনরা।
advertisement
4/9
ব‍্যাঙ্ক টাকা তোলাই হোক বা জমা দেওয়া, পে-স্লিপ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। তবে না জেনে অনেকেই অনেক সময় ভুলভাল লিখে ফেলে পে স্লিপে।
ব‍্যাঙ্ক টাকা তোলাই হোক বা জমা দেওয়া, পে-স্লিপ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। তবে না জেনে অনেকেই অনেক সময় ভুলভাল লিখে ফেলে পে স্লিপে।
advertisement
5/9
সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্ট অনুযায়ী, পে ইন স্লিপটি স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার। স্লিপের উপরে লেখা মহিলার নাম রাধিকা শর্মা।
সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্ট অনুযায়ী, পে ইন স্লিপটি স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার। স্লিপের উপরে লেখা মহিলার নাম রাধিকা শর্মা।
advertisement
6/9
স্লিপে রয়েছে মহিলার অ‍্যাকাউন্ট নম্বরও। ভাইরাল হওয়া ওই স্লিপ অনুযায়ী, মহিলা ১০,০০০ টাকা জমা দিতে চান। তবে আসল মজার কাণ্ড চেকের বিশদ লেখায়।
স্লিপে রয়েছে মহিলার অ‍্যাকাউন্ট নম্বরও। ভাইরাল হওয়া ওই স্লিপ অনুযায়ী, মহিলা ১০,০০০ টাকা জমা দিতে চান। তবে আসল মজার কাণ্ড চেকের বিশদ লেখায়।
advertisement
7/9
স্লিপে ডিটেইলস্ অফ চেক বা চেকের বিশদ বিবরণের জায়গায় লেখা আমাকে স্বামীর সঙ্গে মেলায় যেতে হবে। রাশির জায়গায় লেখা কুম্ভ (যা রাশিচক্রের ১২ টি রাশির মধ‍্যে একটি রাশি)। টোটালের জায়গায় দুটি মিলিয়ে লেখা কুম্ভ মেলা।

স্লিপে ডিটেইলস্ অফ চেক বা চেকের বিশদ বিবরণের জায়গায় লেখা আমাকে স্বামীর সঙ্গে মেলায় যেতে হবে। রাশির জায়গায় লেখা কুম্ভ (যা রাশিচক্রের ১২ টি রাশির মধ‍্যে একটি রাশি)। টোটালের জায়গায় দুটি মিলিয়ে লেখা কুম্ভ মেলা।
স্লিপে ডিটেইলস্ অফ চেক বা চেকের বিশদ বিবরণের জায়গায় লেখা আমাকে স্বামীর সঙ্গে মেলায় যেতে হবে। রাশির জায়গায় লেখা কুম্ভ (যা রাশিচক্রের ১২ টি রাশির মধ‍্যে একটি রাশি)। টোটালের জায়গায় দুটি মিলিয়ে লেখা কুম্ভ মেলা।
advertisement
8/9
তবে স্লিপটি আসলে জাল বলে মনে হচ্ছে। কারণ তারিখের জায়গায় লেখা ২৯ জানুয়ারী ২০২৫, যা এখনও আসেনি। সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট।
তবে স্লিপটি আসলে জাল বলে মনে হচ্ছে। কারণ তারিখের জায়গায় লেখা ২৯ জানুয়ারী ২০২৫, যা এখনও আসেনি। সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট।
advertisement
9/9
ওই পোস্টের কমেন্ট বক্সে অনেকে লিখেছেন ব‍্যাঙ্ক ম‍্যানেজার কোমায়। তবে এ সবই মজার ছলে লেখা বলেই মনে করা হচ্ছে। (Disclaimer: এই প্রতিবেদনটি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ‍্যের ভিত্তিতে লেখা। News 18 বাংলা এই ঘটনার সত‍্যতা যাচাই করেনি।)
ওই পোস্টের কমেন্ট বক্সে অনেকে লিখেছেন ব‍্যাঙ্ক ম‍্যানেজার কোমায়। তবে এ সবই মজার ছলে লেখা বলেই মনে করা হচ্ছে। (Disclaimer: এই প্রতিবেদনটি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ‍্যের ভিত্তিতে লেখা। News 18 বাংলা এই ঘটনার সত‍্যতা যাচাই করেনি।)
advertisement
advertisement
advertisement