জানা গিয়েছে, বুধবার বাড়িতে মৃত্যু হয় হাঁসখালির হলদি পাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডলের (৬৫)। সাতটা নাগাদ তার মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশানের দিকে রওনা দেয় পরিবারের লোকজন। রাত একটা নাগাদ ফেরার সময় দে পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় মৃত শান্তিরাম মণ্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডল (৩২) ও তার মামী শ্বাশুড়ি কাজল বিশ্বাসের (৪০) মৃত্যু হয়। এছাড়াও ওই গাড়িতে থাকা চালক সহ ২৯ জন জখম হন। কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: পেটের ছেলে এত নৃশংস! নদিয়ায় বৃদ্ধ দম্পতির উপর যা ঘটল, শুনলে লজ্জা পাবে আপনারও
স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে। প্রশাসনের একাধিকবার সচেতন বার্তা দেওয়া সত্ত্বেও হুঁশ ফিরছে না বেশ কিছু গাড়ি চালকদের। কখনও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, কখনও বা সঠিক নিয়ম অর্থাৎ ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো দিনের পর দিন অভ্যাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের যেই কারণেই সামান্য কিছু ভুলের জন্য হারাতে হচ্ছে একের পর এক প্রাণ।
Mainak Debnath






