পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মেড়তলা গ্রামজুড়ে ছোট-বড় মিলিয়ে মোট ৩৯টি কালীপুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও একাধিক বাড়িতেও পারিবারিকভাবে পুজোর আয়োজন তো রয়েছেই। প্রতিটি পুজো কমিটি একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত থাকে। প্রতিমা, আলোকসজ্জা, ও সাংস্কৃতিক কর্মসূচিতে থাকে অভিনবত্বের ছোঁয়া।
advertisement
মেড়তলা গ্রামের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে অন্যতম মেড়তলা হাইস্কুল পাড়া বারোয়ারি কালীপুজো কমিটি। তাঁদের পুজো এই বছর ২৯ বছরে পদার্পণ করেছে। অন্যদিকে চণ্ডীপাড়া রাজবংশীপাড়া কালীপুজো কমিটি প্রায় শতবর্ষ প্রাচীন ঐতিহ্য বহন করছে। আরও প্রাচীন পুজোর মধ্যে রয়েছে মেড়তলা বারুইপাড়া কালীপুজো কমিটি, যাদের পুজোর বয়স প্রায় আড়াইশো বছর।
গ্রামবাসী উদয় আস বলেন, “আমাদের গ্রামে মোট ৩৯টি কালীপুজো হয়। এছাড়াও প্রায় এক-দেড়শো বাড়ির পুজো হয়। বহু মানুষ গ্রামে আসেন, আনন্দ করেন। এই কালীপুজো আমাদের মূল উৎসব।” কালীপুজোর দিন থেকে শুরু করে টানা তিন দিন ধরে চলে উৎসবের আমেজ। মণ্ডপে প্রতিমা দর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক, সংগীতানুষ্ঠান, আলোকসজ্জা ও মেলার আয়োজন, সব মিলিয়ে গ্রামজুড়ে চলে এক উৎসবের রঙিন জোয়ার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই গ্রামে পুজো দেখতে ও উৎসব উপভোগ করতে আসেন। সব মিলিয়ে, কালীপুজোকে কেন্দ্র করে মেড়তলা গ্রাম প্রতি বছর মিলনমেলা ও আনন্দোৎসবে ভরপুর এক উৎসবস্থলে পরিণত হয়। কালীপুজো ছাড়াও এই গ্রামে গাজনেও ভাল ধুম হয়।