দক্ষিণ-পশ্চিমী হাওয়ার সংমিশ্রণে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও, কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণে। তবে বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগাবে।
advertisement
উত্তরবঙ্গে বৃষ্টির রেশ মাত্র নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় ঠান্ডার অনুভব হবে উত্তরে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কোথাও বৃষ্টি হতে দেখা যাবে না। তবে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। শীতের অনুভূতি হবে উত্তরে।
আরও পড়ুনঃ ডিপ ফ্রিজে বরফ জমে জমে পাহাড়! ফ্রিজে কেন জমে ‘বরফ’? জানুন সহজ ‘টোটকা’, মুহূর্তে গলে সাফ
আপাতত আবহাওয়ার উন্নতি হতে দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ কম হওয়ায় শীতের অনুভূতি হচ্ছে। জেলা পুরুলিয়াতে শীতের আমেজ ধীরে, ধীরে অনুভব হচ্ছে। খুব শীঘ্রই তীব্র শীতের দাপটে কাঁপবে গোটা দক্ষিণবঙ্গ। হাড় কাঁপানো শীত পড়তে চলেছে এ-বছর এমনটাই পূর্বাভাস মিলছে হাওয়া অফিস সূত্রে।