মৃতার স্বামী ও মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ‘ডাইনি’ বলে অপবাদ দেয় তারই পরিবার এবং আত্মীয়দের একাংশ। সেই শত্রুতা থেকেই কালীপুজোর রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার মাঝে পদবী টুডুকে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কর্মস্থলে মানসিক নির্যাতনের শিকার! গঙ্গায় ঝাঁপ হবু কনের, উদ্ধার সু*ইসাইড নোট, চন্দননগরে চাঞ্চল্য
advertisement
খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুখ থেঁতলানো অবস্থায় পদবীর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ঘটনায় আট জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মৃতার পরিবারের দুই মহিলা-সহ ছয় জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
একটি মেয়ের অসুস্থতাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। অন্যদিকে জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জি জানান, গত চার বছর আগে আদ্রা থানা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছিল। মাঝে ছোটখাটো ঘটনা ঘটলেও খুনের মত ঘটনা উদ্বেগজনক। কয়েক দিনের মধ্যেই জেলা বিজ্ঞান মঞ্চের তরফে প্রতিনিধি ওই গ্রামে যাবেন। ডাইনি অপবাদে জেলার বিভিন্ন গ্রামে নানা সমস্যা তৈরি হয়। মূলত কুসংস্কার থেকেই ডাইনির জন্ম। সামাজিক এই ব্যাধি আগের তুলনায় কমে এসেছে বলে দাবি করেন নয়ন মুখার্জি।